বিনোদন ডেস্ক : দীর্ঘ পাঁচ বছর পর আবার একসঙ্গে জুটিবদ্ধ হয়ে কাজ করেছেন সালমান খান ও ক্যাটরিনা কাইফ। যশরাজ ফিল্মস প্রযোজিত ‘টাইগার জিন্দা হ্যায়’তে দেখা যাবে প্রাক্তন এই জুটিকে। ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত ‘এক থা টাইগার’ ছবির সিক্যুয়েল এটি।
গত ৬ নভেম্বর ইউটিউবে প্রকাশিত হয়েছে ‘টাইগার জিন্দা হ্যায়’র ট্রেলার। ইতোমধ্যে এটি দেখা হয়েছে ৩ কোটি ৯৮ লাখ ২৬ হাজার বারের বেশি। এমনকি ভেঙে দিয়েছে ‘বাহুবলী: দ্য কনক্লুশন’এর রেকর্ড।
এবার প্রকাশিত হলো সিনেমাটির প্রথম গান ‘সোয়্যাগ সে স্বগাত’। এতে কণ্ঠ দিয়েছেন বিশাল দাদলানি ও নেহা ভাসিন। এর সংগীতায়োজন করেছেন বিশাল-শেখর জুটি। গ্রিস, ফ্রান্স, ইতালি, ত্রিনিদাদ ও টোবাগো ১০০ নৃত্যশিল্পীকে নিয়ে নির্মাণ করা হয়েছে গানটি।
আলি আব্বাস জাফর পরিচালিত ‘টাইগার জিন্দা হ্যায়’ মুক্তি পাবে আগামী ২২ ডিসেম্বর।