Home / বিনোদন / চলচ্চিত্র / সোহাগের বার্থ ডে পার্টিতে উচ্ছ্বসিত অপু বিশ্বাস

সোহাগের বার্থ ডে পার্টিতে উচ্ছ্বসিত অপু বিশ্বাস

বিনোদন ডেস্ক: বিগত বছরে শোবিজ অঙ্গনে সবচেয়ে আলোচিত মুখ অপু বিশ্বাস। তাকে হতে হয়েছে বহু আলোচনা আর সমালোচনার সম্মুখীন, হতে হয়েছে মানসিকভাবে বিপর্যস্ত। কিন্তু নতুন বছরের শুরুতে তাকে দেখা যাচ্ছে একেবারে ফুরফুরে।

বছরের প্রথম দিন জয়কে নিয়ে হাসিমাখা সেলফি তারই প্রমাণ। শুধু তাই নয় গতকাল তাকে বিখ্যাত কোরিওগ্রাফার ইভান শাহরিয়ার সোহাগের বার্থ ডে পার্টিতে দেখা গেছে ফুরফুরে মেজাজে সেলফি তুলতে।

ছবিতে দেখা গেছে বন্ধুদের সাথে উল্লাসে মেতে উঠেছেন অপু বিশ্বাস। এদিকে অপুকে বছরের শুরুতে উচ্ছ্বসিত হতে দেখে আবেগাপ্লুত হয়ে ভক্তরা নতুন বছরের শুভেচ্ছা জানাতে থাকেন।

উল্লেখ্য, অপু বিশ্বাস গত বছরের এপ্রিলে বেসরকারি এক টিভি চ্যানেলের লাইভে ছয়মাসের সন্তান আব্রামসহ এসে শাকিব খানের সঙ্গে বিয়ের কথা ফাঁস করেন। এরপর থেকেই শাকিবের সঙ্গে তার সাংসারিক জীবনের ভাঙন দেখা দেয়।

Check Also

তামাকের বিরুদ্ধে “সিগারেট”

নাসিফ শুভ: স্লো পয়জন হিসেবে সিগারেট সারা বিশ্বব্যাপী পরিচিত। ধূমপানে একদিকে যেমন নিজের ক্ষতি হয়, …

%d bloggers like this: