Home / বিনোদন / বলিউড / সোনম বিকিনিতে

সোনম বিকিনিতে

বিনোদন ডেস্ক: বলিউডের ফ্যাশন ডিভা সোনম কাপুর , তাঁর ফ্যাশন সেন্স নিয়ে সব সময়ই চর্চা হয়। কিন্তু তার কাজ নিয়েই আত্মবিশ্বাসী সোনম। ‘বীর দি ওয়েডিং’ ছবিতে সোনমের সহ-অভিনেত্রী স্বরা ভাস্কর এবার পোস্ট করলেন সোনমের ভিডিও। অনিল কাপুরের কন্যা বিভিন্ন সময়ে বিভিন্ন লুকে ধরা দেন। সম্প্রতি স্বারা ভাস্কর সোনম কাপুরের ১ টি বিকিনিতে চিলিংয়ের ভিডিও পোস্ট করেন। যা  প্রায় চার লাখ দর্শক দেখে ফেলেছেন।

বীর দি ওয়েডিং-এর দ্বিতীয় পর্বের শুটিংয়ে থাইল্যান্ডের ফুকেটে রয়েছেন সোনম সহ পুরো ক্রু। সোনম কাপুর ব্যস্ত থাকেন সিনেমায় তবে মডেলিং তাঁর রূপ যেন আরো খোলে। একদিকে যখন বীর দি ওয়েডিং নিয়ে শুটিংয়ে ব্যস্ত তাঁর মধ্যেই ভোগ-এর প্রচ্ছদে ফের হাজির সোনম সুন্দরী। তিনি পরিষ্কার কথা বলতে ভালোবাসেন। কে কী বলল সে তা কিছুই  করেন না। তবে নিজের ফ্যানদের খুবই ভালোবাসেন তিনি।

সোনম জীবনে বিভিন্ন মিশন নিয়ে চলেন। এ-রকমই সোনমের পরের মিশন কারিনা কাপুর বা কারিনা কাপুর খানকে ইনস্টাগ্রামে নিয়ে আসা। ‘বীর দি ওয়েডিং’ ছবিতে সোনমের সহ-অভিনেত্রী করিনা। তাঁর লখো ফ্যান-ফলোয়ার থাকলেও সোশাল মিডিয়ায় নেই নবাব এর বেগম।

Check Also

তামাকের বিরুদ্ধে “সিগারেট”

নাসিফ শুভ: স্লো পয়জন হিসেবে সিগারেট সারা বিশ্বব্যাপী পরিচিত। ধূমপানে একদিকে যেমন নিজের ক্ষতি হয়, …

%d bloggers like this: