Home / বিনোদন / চলচ্চিত্র / সেন্সরে ফেরদৌস-মিমের ‘ইয়েতির অভিযান’

সেন্সরে ফেরদৌস-মিমের ‘ইয়েতির অভিযান’

বিনোদন প্রতিনিধি: ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়ক ফেরদৌস ও চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম জুটি বেঁধে অভিনয় করেছেন ‘ইয়েতির অভিযান’ নামের সিনেমায়। টলিউডের এ সিনেমাটি ইতোমধ্যে কলকাতার বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।

সৃজিত মুখার্জি পরিচালিত এ সিনেমাটি বাংলাদেশে আমদানি করা হয়েছে। সম্প্রতি সিনেমাটি বাংলাদেশের সেন্সর বোর্ডে জমা দেয়া হয়েছে বলে সেন্সর বোর্ড সূত্রে জানা যায়। সেন্সর বোর্ড থেকে ছাড় পত্র পেলেই খুব শীগ্রই বাংলাদেশের প্রেক্ষাগৃহেও দেখা যাবে এটি।

সুনীল গঙ্গোপাধ্যায়ের বিখ্যাত ‘কাকাবাবু’ সিরিজের ‘পাহাড়চূড়ায় আতঙ্ক’ অবলম্বনে নির্মিত এই চলচ্চিত্রটিতে ফেরদৌস-মিম ছাড়াও অভিনয় করেছেন প্রসেনজিৎ চ্যাটার্জি। ‘ইয়েতির অভিযান’ সিনেমার বিপরীতে বাংলাদেশ থেকে নেয়া হয়েছে ‘বসগিরি’ নামে সিনেমা।

Check Also

তামাকের বিরুদ্ধে “সিগারেট”

নাসিফ শুভ: স্লো পয়জন হিসেবে সিগারেট সারা বিশ্বব্যাপী পরিচিত। ধূমপানে একদিকে যেমন নিজের ক্ষতি হয়, …

%d bloggers like this: