Home / খেলাধুলা / সুস্থ হয়ে পরিবার নিয়ে বেড়াতে গেলেন জোকোভিচ

সুস্থ হয়ে পরিবার নিয়ে বেড়াতে গেলেন জোকোভিচ

নিউজ ডেস্ক : করোনাভাইরাস থেকে সুস্থ হওয়ার পর প্রথমবারের মত পরিবার নিয়ে নিয়ে বাইরে বের হলেন নোভাক জোকোভিচ। বসনিয়ার ভ্যালি অব পিরামিডে বাবা মাকে নিয়ে ঘুরতে যান জোকো।

করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে দীর্ঘদিন ধরে বন্ধ ছিলো টেনিস। অনেকেই হারিয়ে ফেলেন ফিটনেস। জড়তা কাটাতে গেল মাসে নিজ দেশ সার্বিয়ায় একটি প্রদর্শনী টুর্নামেন্টের আয়োজন করেছিলেন জোকোভিচ। সেখানে অংশ নিয়েছিলেন দিমিত্রভ, কিরগিয়স’সহ জনপ্রিয় টেনিস তারকারা।

স্বাস্থ্যবিধি না মেনে টেনিস টুর্নামেন্টে অংশ নেয়ায় সমালোচনায় জর্জরিত হন জোকো। এমনকি খেলা শেষে বন্ধুদের নিয়ে পার্টি করায় গণমাধ্যমেও তাকে নিয়ে হয়েছে সমালোচনা। এরপরই করোনায় আক্রান্ত হন জোকো। তার স্ত্রী জেলেনার শরীরেও মেলে এ ভাইরাস। তবে, কোন বিপদ হয়নি। সুস্থ হয়েছেন দুজন।

করোনা মুক্তির পর পরিবার নিয়ে ঘুরতে যান বসনিয়ায়। টেনিসের পাশাপাশি ঐতিহ্যবাহী স্থানগুলো বরাবরই বেশ টানে জোকোকে। তাইতো ভ্যালি অব পিরামিডে গিয়ে পরিবারের সবাইকে নিয়ে ঘুরে দেখেন এই সার্বিয়ান তারকা।

Check Also

গার্দিওয়ালার অধীনে আবারও যাবেন মেসি?

নিউজ ডেস্ক  : নির্ঘুম রাত কাটছে মেসি ভক্তদের। ক্লাবের সবচেয়ে বড় তারকা যে আনুষ্ঠানিক জানিয়ে …

%d bloggers like this: