Home / দেশজুড়ে / খুলনা / সুন্দরবনে ‘বন্দুকযুদ্ধে’ ১ ডাকাত নিহত

সুন্দরবনে ‘বন্দুকযুদ্ধে’ ১ ডাকাত নিহত

দেশজুড়ে ডেস্ক: আজ মঙ্গলবার ভোরে সুন্দরবন পূর্ব বিভাগের বাগেরহাট জেলার শরণখোলা উপজেলাধীন কাতিয়ারখালে এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।

পরে ডাকাতের ব্যবহৃত দুটি আগ্নেয়াস্ত্র, ১৬০ রাউন্ড গুলি, একটি নৌকা, সাতটি মোবাইল ফোন এবং অপহৃত ছয় জেলেকে উদ্ধার করা হয়। দস্যুদের কবল থেকে উদ্ধার ছয় জেলে অক্ষত রয়েছেন বলে পুলিশ জানায়।

নিহত ফরিদ শেখের বাড়ি বাগেরহাট জেলার মংলা উপজেলার বৌদ্ধমারী গ্রামে। তিনি সুন্দরবনের কুখ্যাত বনদস্যু ছোট বাহিনীর সক্রিয় সদস্য বলে পুলিশ জানায়।

বাগেরহাটের শরণখোলা উপজেলাধীন ধানসাগর নৌপুলিশ ফাঁড়ির এএসআই আলী আকবর জানান, রবিবার ও সোমবার দুই দিনে সুন্দবনের বিভিন্ন এলাকা থেকে দস্যুরা মুক্তিপণের দাবিতে ছয় জেলেকে অপহরণ করে।

অপহৃত ওই জেলেদের উদ্ধারের জন্য সোমবার গভীর রাতে নৌপুলিশ সদস্যরা ট্রলার নিয়ে সুন্দরবনে অভিযান শুরু করে।

আজ মঙ্গলবার ভোরে নৌপুলিশ সদস্যরা সুন্দরবনের কাতিয়ার খাল এলাকায় পৌঁছালে একটি নৌকা দেখতে পান। এ সময় তারা নৌকাটি থামাতে সংকেত দেন।

কিন্তু সংকেত অগ্রাহ্য করে নৌকার ভেতর থেকে নৌপুলিশ সদস্যদের লক্ষ্য করে গুলিবর্ষণ করা হয়।

নৌপুলিশও পাল্টা গুলি চালায়। প্রায় আধাঘণ্টা ধরে গোলাগুলির একপর্যায়ে সাত-আট জন দস্যু নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যান।

এএসআই আলী আকবর আরো জানান, দুস্যদের ওই নৌকা থেকে মুক্তিপণের দাবিতে অপহৃত ছয় জেলেকে উদ্ধার করা হয়।

এ সময় নৌকা তল্লাশি করে ওই দস্যুর মৃতদেহ, দস্যুদের ব্যবহৃত দুটি এয়ারগান, ১৬০ রাউন্ড গুলি, সাতটি মোবাইল ফোন এবং দস্যুদের একটি নৌকা উদ্ধার করা হয়।

Check Also

এই সৌদি প্রবাসীদের কী হবে?

নিউজ ডেস্ক  : সৌদি আরবে নতুন করে বাংলাদেশ বিমানের ল্যান্ডিংয়ের অনুমতি না মেলায় জটিলতা কাটছে …

%d bloggers like this: