Home / খেলাধুলা / সিলেটে বিপিএলের টিকেটের জন্য হাহাকার

সিলেটে বিপিএলের টিকেটের জন্য হাহাকার

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের পঞ্চম আসর শুরু হতে যাচ্ছে আগামীকাল শনিবার। এবারই প্রথম সিলেটে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই টুর্নামেন্ট। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এ আসরের প্রথম পর্বের ৮টি খেলা অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টের প্রথম খেলায় ঢাকা ডায়ানামাইট এর মুখোমুখি হবে স্বাগতিক সিলেট সিক্সার্স। অনেক প্রতিক্ষার পর সিলেটবাসী এত বড় আসরের স্বাদ পেতে যাচ্ছে। কিন্তু টিকিট যেন সোনার হরিণ। গভীর রাত থেকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে সকালে টিকিট নিয়ে ফিরছেন অনেকে। আবার অনেকে টিকিট না পেয়ে ফিরে গেছেন খালি হাতে। যাদের সংখ্যা কয়েক হাজার। এ বিষয়ে আয়োজকরা জানিয়েছেন, সিলেটে ক্রীড়াপ্রেমী দর্শকদের সংখ্যা অনেক, কিন্তু চাহিদার তুলনায় স্টেডিয়ামে দর্শক ধারণ ক্ষমতা কম। যদিও দর্শক ধারণ ক্ষমতার দিক থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের অবস্থান দেশের মধ্যে দ্বিতীয়। এখানে রয়েছে মাত্র ১৮ হাজার দর্শক ধারণ ক্ষমতা। গত ৩১ অক্টোবর থেকে শুরু হওয়া টিকিট বিক্রির প্রথম দিন থেকেই দর্শকদের টিকিট সংগ্রহের আগ্রহ ছিলো লক্ষ্যণীয় ছিল।

১৮ হাজার দর্শকদের জন্য টিকিটের দুই-তৃতীয়াংশ দেয়া হয়েছে সিলেটের দর্শকদের জন্য। এর মধ্যে কিছু টিকিট বিক্রি হয়ে গেছে অনলাইনের মাধ্যমে। জেলা স্টেডিয়ামের বুথে বিক্রি করা হয়েছে প্রায় ৭ থেকে ৮ হাজার টিকিট। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল বলেছেন, ‘খেলার প্রতি সিলেটের মানুষের আগ্রহ অনেক বেশি। সিলেটে এতবড় একটি আসর হচ্ছে দর্শকদের চাহিদা বেশি হবে এটা স্বাভাবিক। কয়েক লাখ দর্শককে ১৮ হাজার ধারণ ক্ষমতার স্টেডিয়ামে জায়গা দেয়া সম্ভব হবে না। তবে হতাশ হওয়ার কিছু নেই। বিপিএল সিলেটে শেষবারের কোন বড় ক্রিকেট আসর নয়। মাত্র শুরু হল। আগামী দিনে আন্তর্জাতিক অনেক খেলা হবে। আপনারা সেসব খেলা মাঠে বসে উপভোগ করতে পারবেন। ‘

Check Also

গার্দিওয়ালার অধীনে আবারও যাবেন মেসি?

নিউজ ডেস্ক  : নির্ঘুম রাত কাটছে মেসি ভক্তদের। ক্লাবের সবচেয়ে বড় তারকা যে আনুষ্ঠানিক জানিয়ে …

%d bloggers like this: