Home / দেশজুড়ে / করোনায় আক্রান্ত সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র

করোনায় আক্রান্ত সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র

নিউজ ডেস্ক: স্ত্রীর পর এবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে তার নমুনা পরীক্ষায় করোনার সংক্রমণ ধরা পড়ে। গতকাল ৫ জুন, শুক্রবার রাতে বিষয়টি নিশ্চিত করেন তার ছেলে আরমান আহমদ শিপলু।

এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু রায় এ বিষয়ে জানান, সিলেট ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে কামরানের নমুনা পরীক্ষা হয়। নমুনা পরীক্ষা শেষে সাবেক মেয়র কামরানের করোনা পজেটিভ রেজাল্ট এসেছে।

এ ব্যাপারে কামরানের ছেলে রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক আরমান আহমদ শিপলু বলেন, ‘বৃহস্পতিবার আমার বাবার নমুনা সংগ্রহ করা হয় এবং শুক্রবার রাতে টেস্ট রিপোর্টে তার করোনা পজিটিভ এসেছে।’

তিনি বর্তমানে বাসায় আছেন উল্লেখ করে শিপলু তার বাবার জন্য সকলের দোয়া কামনা করেন।

সিলেট মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান বর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য। গত গত ২৭ মে তার স্ত্রী আসমা কামরানের শরীরে করোনা শনাক্ত হওয়ার পর থেকে তিনি নিজ বাসায় আইসোলেশনে আছেন।

Check Also

থানার ভেতর বোমা বিস্ফোরণ, সামনে আসছে অনেক প্রশ্ন

নিউজ ডেস্ক :  পল্লবী থানার ভেতরে বোমা বিস্ফোরণের পর আবারও সামনে আসছে বিভিন্ন প্রশ্ন। এর পেছনে …

%d bloggers like this: