নিউজ ডেস্ক: সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, রাজধানীতে সিটিং সার্ভিস বাস থাকবে কি না, এ বিষয়ে সংশ্লিষ্ট কমিটির প্রতিবেদন পাওয়ার সাত দিনের মধ্যে সিদ্ধান্ত নেওয়া হবে। আজ বুধবার সচিবালয়ে সড়ক পরিবহন উপদেষ্টা পরিষদের ৪১তম সভা শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।
মন্ত্রী জানান, সিটিং সার্ভিসের বিষয়ে একটি কমিটি আছে, সেই কমিটির প্রতিবেদনটি দুই-তিন দিনের মধ্যে আমরা পেয়ে যাব। তিনি বলেন, প্রতিবেদন পাওয়ার এক সপ্তাহের মধ্যে তার ভিত্তিতে সমস্যা সমাধানের জন্য একটি সিদ্ধান্ত নেওয়া হবে।
প্রসঙ্গত, গত এপ্রিল মাসে ঢাকা নগরীতে সিটিং সার্ভিস বাস বন্ধ করার পর মালিকদের অসহযোগিতায় সড়কে অচলাবস্থা দেখা দেয়। এরপর সরকার পিছু হটে গত মে মাসে একটি কমিটি করে দেয়। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ওই কমিটি গত সেপ্টেম্বরে তাদের প্রতিবেদন জমা দিয়েছে।
জানা গেছে, কমিটি রাজধানীর বিভিন্ন রুটে সীমিত আকারে সিটিং সার্ভিসের বাস রাখার সুপারিশ করেছে। একটি কোম্পানির সব বাস সিটিং সার্ভিস হিসেবে না চালিয়ে কিছু বাস সিটিং এবং বাকিগুলো নন-সিটিং হিসেবে পরিচালনার সুপারিশ করেছে তারা।