স্পোর্টস ডেস্ক: আগের দিন অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কাকে হারানোর পর আজ সেমির টিকিট কাটতে মাঠে নামে বাংলাদেশ। কিন্তু অজিদের কাছে ৪ উইকেটে হেরে হংকং ওয়ার্ল্ড সিক্সেস থেকে বাদ পড়ল টাইগাররা।
অস্ট্রেলিয়ার বিপক্ষে আগে ব্যাট করে নির্ধারিত ৫ ওভারে ৮৪ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে ৪ বল বাকি থাকতে জয় তুলে নেয় অস্ট্রেলিয়া।
বাংলাদেশের পক্ষে ৮ বলে ২ চার আর ৩ ছক্কায় ৩০ রান করেন মাহিদুল ইসলাম অঙ্কন। এছাড়া সাইফ হাসান ৮, আফিফ হোসেন ১৪, কাজী অনিক ০, রবিউল হক ৪ আর মনিরুল ইসলাম ১ রান করেন।
অজিদের মধ্যে ১৩ বলে ৩১ রান করে অপরাজিত থাকেন রিয়ারডন। ৮ বলে ৩১ রান করে অবসরে যান শর্ট। ৪ বলে ১৭ রান করে অপরাজিত থাকেন গ্রেগরি।
এদিকে দ্বিতীয় প্লেট সেমি ফাইনালে মেরিলেবোন ক্রিকেট ক্লাবের বিপক্ষেও একই ব্যবধানে পরাজিত হয়েছে বাংলাদেশ। মেরিলেবোনের বিপক্ষে আগে ব্যাট করে বাংলাদেশ তোলে ২ উইকেটে ৭৩ রান। জবাবে ৩.২ ওভারে ১ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে মেরিলেবোন।