Home / বিনোদন / চলচ্চিত্র / সালমান শাহর মাথায় কাপড় বাঁধার নেপথ্যে কী?

সালমান শাহর মাথায় কাপড় বাঁধার নেপথ্যে কী?

নিউজ ডেস্কঃ নব্বইয়ের দশকের প্রয়াত চিত্রনায়ক সালমান শাহ। স্টাইলিশ হিরো হিসেবেও তার খ্যাতি রয়েছে। তার মাথার লম্বা চুল, মাথায় কাপড় বাঁধার স্টাইল—লাখ তরুণের প্রিয় ছিল। কিন্তু সালমান শাহ এই স্টাইল কোথায় পেয়েছিলেন?

এ বিষয়ে সঙ্গে কথা বলেন সালমান শাহর স্ত্রী সামিরা। তিনি সালমান শাহর বেশ কিছু সিনেমার কস্টিউম ডিজাইনারও ছিলেন। সামিরা বলেন, ‘ইমনের (সালমান শাহ) সিনেমার জন্য কস্টিউম ডিজাইন আমি করে দিতাম। এখনো সিনেমায় নামগুলো খেয়াল করলে দেখা যাবে কস্টিউম ডিজাইনার হিসেবে সামিরা শাহ লেখা আছে।’

মাথায় কাপড় বাঁধার স্টাইল প্রসঙ্গে সামিরা বলেন, ‘এক সময় ইমনের চুল পড়ে যাচ্ছিল। তখন ইমনকে বললাম চুল বড় রাখতে এবং মাথায় কাপড় ব্যবহার করতে। এরপর সিনেমায় মাথায় কাপড় বেঁধে ও অভিনয় করেছে। সেই কাপড়গুলো ছিল আমার ওড়না। আমার করা ডিজাইন ইমন সব সময় পছন্দ করত।’

তিনি আরো বলেন, ‘ইমন শুটিং সেটে কথায় কথায় কেঁদে ফেলত। ডলি জহুর আন্টি আদর করে ভাত খাইয়ে দিলে দেখা যেত ও কাঁদছে। এ কথাগুলো সত্যি না মিথ্যা ডলি জহুর আন্টি বা শাবানা ম্যাডাম ভালো বলতে পারবেন। তাদের সামনেই সব ঘটেছে। তারা দেখেছেন। তারা ইমনকে ছেলের মতো আদর করত। এ কারণেই তাদের কাছ থেকে আদর পেলে সে কেঁদে ফেলত।’

নব্বইয়ের দশকে বাংলাদেশের চলচ্চিত্রে ধূমকেতুর মতো সালমান শাহর আবির্ভাব। মাত্র চার বছরে ২৭টি সিনেমায় অভিনয় করে খ্যাতির শীর্ষে পৌঁছে গিয়েছিলেন তিনি। বৃহস্পতি তুঙ্গে থাকা অবস্থাতেই সালমান শাহ ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেন।

 

Check Also

তামাকের বিরুদ্ধে “সিগারেট”

নাসিফ শুভ: স্লো পয়জন হিসেবে সিগারেট সারা বিশ্বব্যাপী পরিচিত। ধূমপানে একদিকে যেমন নিজের ক্ষতি হয়, …

%d bloggers like this: