Home / বিনোদন / বলিউড / সালমান ভোলেননি, তার ‘না’ মানে ‘না’!

সালমান ভোলেননি, তার ‘না’ মানে ‘না’!

বিনোদন ডেস্ক : সালমান কখনও ক্ষমা করেন না। সম্ভবত দাবাংয়ের সেই জনপ্রিয় ডায়ালগ মেনেই চলেন বলিউড তারকা- একবার মনস্থির করলে তা ভাঙতে নিজের কথাও শোনেন না তিনি। সেই প্রমাণই রাখলেন রণবীরের সঙ্গে ফটোশুটের প্রস্তাবে।

বেশ কয়েক বছর আগে একটা নাইট ক্লাবে রণবীরের সঙ্গে ঝামেলা বাঁধে সাল্লুর। রণবীরের বাবা ঋষি কাপুরের সঙ্গে ভালো সম্পর্ক থাকলেও তার ছেলেকে মোটেও পছন্দ করেন না তিনি।

তা ছাড়া সাবেক প্রেমিকা ক্যাটরিনার সঙ্গে ছাড়াছাড়ির পর রণবীর সম্পর্ক গড়েন ক্যাটের সঙ্গে। দীর্ঘদিন একটা ফ্ল্যটে একসঙ্গেই থাকতেন তারা।

‘আজব প্রেম কি গজব কাহিনী’ ছবিটি করার সময় তাদের প্রেমের শুরু। এতে রণবীরের প্রতি বিষিয়ে ওঠে সালমানের মন। ধীরে ধীরে স্পষ্ট হয়ে ওঠে যে সালমান দেখতেই পারেন না রণবীরকে।

একটি মুভির আইটেম গান ‘চিলার পার্টি’তে যখন সালমানের সঙ্গে রণবীরের থাকার কথা, তখনইতা বাতিল করেন বজরঙ্গি ভাইজান। তার আশপাশেই রণবীরকে দেখতে চান না তিনি।

Check Also

তামাকের বিরুদ্ধে “সিগারেট”

নাসিফ শুভ: স্লো পয়জন হিসেবে সিগারেট সারা বিশ্বব্যাপী পরিচিত। ধূমপানে একদিকে যেমন নিজের ক্ষতি হয়, …

%d bloggers like this: