Home / দেশজুড়ে / সামাজিক আন্দোলনে রূপান্তরিত করতে হবে সমবায়কে

সামাজিক আন্দোলনে রূপান্তরিত করতে হবে সমবায়কে

নিজস্ব প্রতিনিধি:  সমবায়ের মাধ্যমে মানুষ স্বাবলম্বী হতে পারে। তাই সমবায় আন্দোলনকে সামাজিক আন্দোলনে রূপান্তরিত করতে হবে। “সমবায় একটি যৌথ উদ্যোগ।   আজ  দুপুরে মাদারীপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান।

মন্ত্রী বলেন, “সমবায় ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। বাংলাদেশে সমবায় ব্যবস্থা শক্তিশালী হওয়ার কারণে দেশ এখন এগিয়ে যাচ্ছে। ” সৈয়দ আবুল বাসারের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ সরোয়ার হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান, পৌরসভার মেয়র খালিদ হোসেন ইয়াদ প্রমুখ।

আলোচনা সভার আগে সমবায় দিবস উপলক্ষে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদিক্ষণ করে। এ ছাড়া ‘উৎপাদনমুখী সমবায় করি, উন্নত বাংলাদেশ গড়ি’- এ স্লোগানকে সামনে রেখে ৪৬তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে কালকিনি উপজেলা প্রশাসনের আয়োজনে ও সমবায় অধিদপ্তরের উদ্যোগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ হাফিজুর রহমানের সভাপতিত্বে স্থানীয় আধুনিক অডিটোরিয়াম মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌফিকুজ্জামান শাহিন। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি তাহমিনা সিদ্দিকী, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী মাহমুদুল হাসান দোদুল, বিআরডিবির চেয়ারম্যান এমদাদুল হক সরদার, উপজেলা সমবায় কর্মকর্তা মো. আমিনুল ইসলাম, পৌর আওয়ামী লীগ সভাপতি আইনজীবী আবুল বাশার প্রমুখ।

Check Also

এই সৌদি প্রবাসীদের কী হবে?

নিউজ ডেস্ক  : সৌদি আরবে নতুন করে বাংলাদেশ বিমানের ল্যান্ডিংয়ের অনুমতি না মেলায় জটিলতা কাটছে …

%d bloggers like this: