Home / বিনোদন / টেলিভিশন / সাবিলার বিয়ের আসর থেকে পলায়ন

সাবিলার বিয়ের আসর থেকে পলায়ন

বিনোদন ডেস্ক : সময়ের অন্যতম জনপ্রিয় জুটি ফারহান আহমেদ জোভান ও সাবিলা নূর প্রচুর নাটকের কাজ করেছেন এরমধ্যে। এবার এই জুটি এক হলেন একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে। এটির নাম ‘পলায়ন বিদ্যা’। যা রবিবার (১৯ নভেম্বর) রাতে সারা বিশ্বে একযোগে মুক্তি পেয়েছে সিএমভি’র অফিশিয়াল ইউটিউব চ্যানেলের মাধ্যমে।

ইফতেখার আহমেদ ওশিনের রচনা ও পরিচালনায় ছোট দৈর্ঘ্যরে এই বিশেষ চলচ্চিত্রের শুরুটা হয় সাবিলা নূরের বিয়ের রাত থেকে। বাসা ভর্তি মানুষ, এর ফাঁকেই সাবিলা বউয়ের সাজ নিয়ে বেরিয়ে পড়েন রাস্তায়। কারণ নিচে সিএনজি নিয়ে অপেক্ষা করছেন প্রেমিক জোভান। এভাবেই শুরু হয় জোভান-সাবিলার প্রেমময় ঘর পালানোর জার্নি। যদিও সেই জার্নি মাঝপথে থমকে যায়, রাতের আঁধারে গল্প এগুতে থাকে নতুন মোড়ের দিকে।

কাজটি প্রসঙ্গে সাবিলা বলেন, ‘কাজটি করতে গিয়ে মনে হলো চরিত্রটি একেবারে আমার কথা ভেবেই তৈরি হয়েছে।
ঘর পালানোর মধ্যে যে রোমাঞ্চকর অনুভুতি আছে সেটি এই কাজটির মাধ্যমে আগাম জেনে রাখলাম!’

Check Also

তামাকের বিরুদ্ধে “সিগারেট”

নাসিফ শুভ: স্লো পয়জন হিসেবে সিগারেট সারা বিশ্বব্যাপী পরিচিত। ধূমপানে একদিকে যেমন নিজের ক্ষতি হয়, …

%d bloggers like this: