Home / বিনোদন / সাফা কবিরের নায়ক ইমরান

সাফা কবিরের নায়ক ইমরান

বিনোদন ডেস্ক :  নতুন বছরের প্রথম ভিডিও চমক দেওয়ার জন্য তিনি বেছে নিয়েছেন সময়ের আরেক জনপ্রিয় মডেল-অভিনেত্রী সাফা কবিরকে।

পর্দায় দু’জনের রোমান্টিক রসায়নের এই ভিডিওটির নাম ‘তুমি’। গেল ১৯ ও ২০ ডিসেম্বর এর শুটিং হয়েছে ঢাকার অদূরে আশুলিয়াজুড়ে।

সিএমভি’র ব্যানার থেকে এটি নির্মাণ করেছেন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাতা ভিকি জাহেদ। ইমরান জানান, ‘তুমি’ শিরোনামের নতুন এই গানটি লিখেছেন মেহেদী হাসান লিমন, সুর করেছেন নাজির মাহমুদ আর কণ্ঠের পাশাপাশি এতে সংগীতায়োজন করেছেন তিনি নিজেই।

ইমরান বলেন, ‘অসম্ভব সুন্দর একটি গান। এর ভিডিও পরিকল্পনাও বেশ ইউনিক। মডেল হিসেবে পেয়েছি সাফা কবিরের মতো জনপ্রিয় মুখকে।

তাকে নিয়ে এটাই আমার প্রথম কাজ। সব মিলিয়ে নতুন বছরের প্রথম চমক হিসেবে কাজটি করার চেষ্টা করেছি।
আমার বিশ্বাস মিউজিক ভিডিওটি শ্রোতা-দর্শকদের জন্য নতুন বছরের অন্যতম উপহার হবে। ’

এদিকে সাফা কবির বলেন, ‘এ পর্যন্ত মাত্র একটি মিউজিক ভিডিওর কাজ করেছি। সাধারণত এই কাজটি আমি করতে চাই না।

তবে ইমরানের এই গানটি শোনার পর এবং ভিডিও পিরিকল্পনা জানার পর আগ্রহ নিয়েই কাজটি করলাম। ভালো একটা কাজ হলো আমাদের। ’

Check Also

তামাকের বিরুদ্ধে “সিগারেট”

নাসিফ শুভ: স্লো পয়জন হিসেবে সিগারেট সারা বিশ্বব্যাপী পরিচিত। ধূমপানে একদিকে যেমন নিজের ক্ষতি হয়, …

%d bloggers like this: