বিনোদন ডেস্ক: ‘নোলক’ নামের ছবিতে ওমর সানির সঙ্গে জুটি বেঁধে অভিনয় করবেন নায়িকা মৌসুমী। ছবির মূল ভূমিকায় থাকবেন শাকিব খান ও নায়িকা ববি। ঢাকার একটি অভিজাত হোটেলে গতকাল মঙ্গলবার ছবির মহরত অনুষ্ঠিত হয়। ছবির পরিচালক রাশেদ রাহাও এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মৌসুমী নিজের নতুন ছবি নিয়ে কথা বলেন, কথা বলেন নায়ক ও স্বামী ওমর সানিকে নিয়েও।
মৌসুমী বলেন, ‘ছবিতে আমি ওমর সানির সঙ্গে জুটি হিসেবে কাজ করব। আমরা তো জুটিবাঁধাই আছি, এখন শুধু ক্যামেরার সামনে অভিনয়টা করব। ছবির গল্পটা আমি শুনেছি। আমার কাছে নতুন কিছু মনে হয়েছে। মনে হয়েছে বাংলাদেশের একটা বাংলা ছবি এটি, নিজে অনুপ্রাণিত হয়েছি। ছবির নতুন পরিচালক, প্রযোজককে অনুপ্রাণিত করতে আমরা পাশে আছি।’
মৌসুমী পরিচালক ও প্রযোজককে অভিনন্দন জানিয়ে বলেন, ‘আমাদের ছবি এখন দেশের বাইরে শুটিং হচ্ছে। বিশেষ করে রামুজি ফিল্ম সিটিতে এত বিশাল, সুন্দর কাজ হয় সেখানে, আমাদের যে গ্যাপ আছে তা পূরণ করা যাচ্ছে, অনেক কিছু শেখা যাচ্ছে, এটা একটা ভালো দিক। খুব তাড়াতাড়ি ছবির কাজটি শেষ হবে। আমরা সব সময়ই সুন্দরের পাশে থাকতে চাই।’