Home / বিনোদন / বলিউড / সানির যৌন উত্তেজনাপূর্ণ গান বাদ দিতে বললেন সঞ্জয়

সানির যৌন উত্তেজনাপূর্ণ গান বাদ দিতে বললেন সঞ্জয়

বিনোদন ডেস্ক: ভূমি ছবির আইটেম গান ট্রিপি ট্রিপির কথা মনে পড়ছে? তবে খারাপ খবর সানি লিওনের ভক্তদের জন্য। শোনা যাচ্ছে, গানটি নিয়ে একেবারেই খুশি নন সঞ্জয়। গানটি নাকি যৌন উত্তেজনাপূর্ণ। তাই ছবিতে সেটিকে রাখতেই চাইছেন না। যা নিয়ে অস্বস্তিতে পড়তে হতে পারে ছবি নির্মাতাদের।

যৌন উত্তেজনাপূর্ণ হলে আপত্তিটা কোথায়? বলিউডের এটাই তো প্রথম যৌন উত্তেজনাপূর্ণ গান নয়। তাহলে? সঞ্জয়ের বক্তব্য, ছবির বিষয়ের সঙ্গে গানটি কোনোভাবে যায় না। ছবিটিকে আরও ভালো কীভাবে করা যায় তা নিয়ে তিনি নির্মাতাদের মন দিতে বলেছেন। কোনো গান বা চটক নয়, সঞ্জয়ের নজর ছবির দিকে। এমন ছবি তৈরি হোক যাতে মানুষের মন জয় করে নেয়, এমনটাই বলতে চাইছেন অভিনেতা।

কয়েকদিন আগে মুক্তি পেয়েছে ভূমি ছবির ট্রিপি ট্রিপি গানটি। গানটিতে উষ্ণতা ছড়িয়েছেন সানি। ইউটিউবে দেখা হয়েছে এক কোটিরও বেশিবার। কিন্তু, সঞ্জয়ের আপত্তির পর এই গানটি আদৌ ছবিতে থাকবে কিনা সেটাই এখন লাখ টাকার প্রশ্ন।

Check Also

তামাকের বিরুদ্ধে “সিগারেট”

নাসিফ শুভ: স্লো পয়জন হিসেবে সিগারেট সারা বিশ্বব্যাপী পরিচিত। ধূমপানে একদিকে যেমন নিজের ক্ষতি হয়, …

%d bloggers like this: