Home / বিনোদন / ঢালিউড / সাদাত হোসাইনের পরিচালনায় আসিফ আকবরের ঈদের চমক

সাদাত হোসাইনের পরিচালনায় আসিফ আকবরের ঈদের চমক

নিউজ ডেস্ক: সুপারস্টার গায়ক আসিফ আকবর গত ডিসেম্বরে দর্শকদের উপহার দিয়েছেন চলচ্চিত্র ‘গহীনের গান’। জনপ্রিয় কথাসাহিত্যিক সাদাত হোসাইনের পরিচালনায় এই ছবি দিয়ে সিনেমার নায়ক হিসেবে অভিষিক্ত হন তিনি।

সিনেমার এই মন্দার বাজারে জনপ্রিয় গায়ক থেকে সিনেমার নায়ক হিসেবেও সবার মন জয় করেন আসিফ। নতুন খবর হলো সাদাত হোসাইনের পরিচালনায় ঈদকে সামনে রেখে প্রকাশ হয়েছে বাংলা গানের যুবরাজের নতুন গান ‘পিরিত কইরা কান্দি আমি’।

গানটির কথা লিখেছেন ওমর ফারুক। সুর করেছেন প্রিন্স রুবেল ও সংগীতায়োজন করেছেন তরিক।
এই গানের ভিডিওটির সিনেমাটোগ্রাফার ছিলেন বিদ্রোহী দিপন। এর এডিট ও কালার করেছেন হৃদয় চৌধুরী।

গানটি নিয়ে সাদাত হোসাইন বলেন, ‘অবশেষে রিলিজ পেলো বহুল প্রতিক্ষিত গানটি। আসিফ ভাইয়ার গায়কী জাস্ট অসাধারণ। মিন হাসান আর অনামিকা দারুণ অভিনয় করেছেন। বিশেষ কৃতজ্ঞতা হৃদয় চৌধুরীর প্রতি। এই করোনাকালেও সে যে দারুণ এডিটিং এবং কালার করেছে সে।’

আজ ‍শুক্রবার ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে গানটি। এটি প্রকাশের ৩ ঘন্টার মধ্যে ১২ হাজারেরও অধিকবার দেখা হয়েছে গানটি।

সুত্র: জাগোনিউজ২৪

Check Also

করোনায় শুটিং করতে গিয়ে অসুস্থ জাহিদ হাসান

নিউজ ডেস্ক : জনপ্রিয় চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেতা জাহিদ হাসান অসুস্থ হয়ে পড়েছেন। মূলত ঈদকে …

%d bloggers like this: