নিউজ ডেস্কঃ করোনা পরিস্থিতিতে ধান কাটার শ্রমিকের সংকট সাতক্ষীরা জেলার সাত উপজেলাতেই। এ অবস্থায় সাতক্ষীরায় কৃষকের পাকা ধান কেটে ঘরে তুলে দিচ্ছেন যুবলীগ ও ছাত্রলীগের শতাধিক নেতাকর্মী।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) তারা সাতক্ষীরা সদর উপজেলার বকচরা, আলীপুরসহ বিভিন্ন বিলে কৃষকের ধান কেটে বাড়িতে পৌঁছে দেন।
ধান কাটা কার্যক্রমে এ সময় অংশ নেন- জেলা যুবলীগের আহবায়ক আব্দুল মান্নান, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও সাবেক ছাত্রলীগ সভাপতি তানভির হোসেন সুজন, পৌর যুবলীগের সভাপতি মনোয়ার হোসেন অনু প্রমুখ।
সাতক্ষীরা জেলা যুবলীগের আহবায়ক আব্দুল মান্নান বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরামর্শে এবং কেন্দ্রীয় যুবলীগের নির্দেশনায় বোরো মৌসুমে চাষিদের ধান কেটে বাড়িতে তুলে দেয়ার জন্য আমরা এই কার্যক্রম শুরু করেছি।’
এদিকে কেন্দ্রীয় ছাত্রলীগ সদস্য জি.এম পারভেজ জানান, তার নেতৃত্বে সাতক্ষীরা সদর উপজেলার আলীপুরে ছাত্রলীগ ও যুবলীগের অপর একটি গ্রুপ ১২ বিঘা জমির ধান কেটে কৃষক সোবহান গাজীর বাড়িতে পৌঁছে দিয়েছেন।
এ সময় সেখানে জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক জহুরুল হক নান্টু, সদর উপজেলা সভাপতি মিজানুর রহমানও উপস্থিত ছিলেন।
সাতক্ষীরা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ভারপ্রাপ্ত) উপ-পরিচালক মো.নুরুল ইসলাম কৃষকের ধান কেটে ঘরে তুলে দেওয়ায় সাধুবাদ জানিয়েছেন জেলার যুবলীগ ও ছাত্রলীগের নেতা কর্মীদের।
তিনি বলেন, ‘করোনা ভাইরাসের প্রার্দুভাবের কারণে দেশে যখন ধান কাটা শ্রমিকের সংকট দেখা দিয়েছে, ঠিক তখনই যুবলীগ ও ছাত্রলীগের এই কার্যক্রম খুবই প্রশংসনীয়।’