Home / জাতীয় / সাংবাদিক শাহ আলমগীরের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

সাংবাদিক শাহ আলমগীরের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

নিউজ ডেস্ক : বিশিষ্ট সাংবাদিক ও প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক মো. শাহ আলমগীরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

আজ বৃহস্পতিবার এক বার্তায় এ শোক জানান রাষ্ট্রপতি।

এ বিষয়ে বঙ্গভবন প্রেস উইং জানায়, পিআইবির মহাপরিচালক ও বিশিষ্ট সাংবাদিক শাহ আলমগীরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

শোকবার্তায় তিনি বলেন, শাহ আলমগীরের মৃত্যু বাংলাদেশের গণমাধ্যম জগতের জন্য এক অপূরণীয় ক্ষতি। তার নীতি ও আদর্শ সাংবাদিকদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।

রাষ্ট্রপতি মরহুম শাহ আলমগীরের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

পৃথক বার্তায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর আগে আজ সকাল ১০টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় শাহ আলমগীর মারা যান।

Check Also

তিনজন মানবতাবাদী নেতার মধ্যে শেখ হাসিনা একজন

জাতিয় ডেস্ক: রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে মানবতার দৃষ্টান্ত উপস্থাপন করেছেন শেখ হাসিনা। বিশ্বের তিনজন মানবতাবাদী নেতার মধ্যে …