Home / জাতীয় / সাংবাদিক শাহ আলমগীরের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

সাংবাদিক শাহ আলমগীরের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

নিউজ ডেস্ক :

প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআইবি)’র মহাপরিচালক, বিশিষ্ট সাংবাদিক শাহ আলমগীরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ এক শোক বার্তায় সাংবাদিকতা ক্ষেত্রে শাহ আলমগীরের অবদানের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, তার মৃত্যুতে দেশের সাংবাদিকতা জগতে এক অপূরণীয় ক্ষতি হলো।

শাহ আলমগীরের কর্মজীবনের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, সাংবাদিকতার পাশাপাশি সাংবাদিকদের অধিকার আদায়ের সংগ্রামেও তিনি সবসময় সোচ্চার ছিলেন।

শেখ হাসিনা মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
শাহ আলমগীর আজ সকালে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)-এ চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

Check Also

ক্ষমতাকে ধরে রাখতে ধর্মের অপব্যবহার করছে: ড. কামাল

জাতিয় ডেস্ক: ধর্মের অপব্যবহার করা হচ্ছে মন্তব্য করে ড. কামাল হোসেন বলেছেন, ধর্মের ভিত্তিতে ঐক্যকে বিনষ্ট …