Home / দেশজুড়ে / ঢাকা / সর্বত্র বাংলা প্রচলনের জন্যে ‘ভাষা নীতি’ প্রণয়ন হচ্ছে

সর্বত্র বাংলা প্রচলনের জন্যে ‘ভাষা নীতি’ প্রণয়ন হচ্ছে

দেশজুড়ে ডেস্ক : সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর এ তথ্য জানান ,বৃহস্পতিবার (২৩ নভেম্বর) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সরকার দলীয় সংসদ সদস্য (এমপি) এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে  ।

আবদুল লতিফ তার প্রশ্নে মন্ত্রীর কাছে জানতে চান, রক্তের বিনিময়ে লড়াই করে বাংলা ভাষা অর্জিত হয়েছে। অথচ আজও সর্বত্র বাংলা ভাষার প্রচলন হয়নি। তাই দেশে একটি ভাষা নীতি প্রণয়ণ করার পরিকল্পনা সরকারের আছে কিনা এবং থাকলে কবে নাগাদ বাস্তবায়ন করা হবে?
জবাবে মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, বর্তমান সরকার মাতৃভাষার প্রসার ও উন্নয়নে যথেষ্ট গুরুত্ব দিয়ে আসছে। বাংলা একাডেমি একটি ভাষা নীতি প্রণয়নের কাজে সহযোগিতা করার জন্য প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ ১ম খণ্ড (সংস্করণ), বাংলা একাডেমি প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ ২য় খণ্ড (সংস্করণ), বাংলা একাডেমি প্রমিত বাংলা ব্যবহারিক ব্যাকরণ (পুনর্মুদ্রণ), বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের নিয়ম (পুনর্মুদ্রণ), আধুনিক বাংলা অভিধান ইত্যাদি গ্রন্থগুলো প্রকাশ করেছে

Check Also

এই সৌদি প্রবাসীদের কী হবে?

নিউজ ডেস্ক  : সৌদি আরবে নতুন করে বাংলাদেশ বিমানের ল্যান্ডিংয়ের অনুমতি না মেলায় জটিলতা কাটছে …

%d bloggers like this: