Home / জাতীয় / ‘সরকার খুব সতর্কভাবে রোহিঙ্গা পরিস্থিতি মোকাবিলা করছে’

‘সরকার খুব সতর্কভাবে রোহিঙ্গা পরিস্থিতি মোকাবিলা করছে’

নিউজ ডেস্ক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সরকার খুব সতর্কভাবে রোহিঙ্গা পরিস্থিতি মোকাবিলা করছে। মিয়ানমার আমাদের আকাশসীমা লঙ্ঘনের ঘটনা ঘটিয়েছে।

এই অবস্থায় কোনো উসকানিতে সাড়া না দেওয়ার জন্য আমাদের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সেনাবাহিনী ও বিজিবিকে বলে দিয়েছেন প্রধানমন্ত্রী।  আজ শনিবার সকালে নোয়াখালীর কোম্পানীগঞ্জে নিজ বাড়িতে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

এ সময় সেতুমন্ত্রী আরও বলেন, জাতিসংঘে রোহিঙ্গা ইস্যুতে দেওয়া প্রধানমন্ত্রীর বক্তব্য দেশ-বিদেশে প্রশংসিত হয়েছে। কেবল সমালোচনা করছে বিএনপি। তারা প্রধানমন্ত্রীর বক্তব্য না শুনে সমালোচনার জন্য সমালোচনা করছে, বিরোধিতার জন্য বিরোধিতা করছে।

Check Also

রাতে জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) …

%d bloggers like this: