Home / জাতীয় / সরকারি চাকুরেদের পেনশন সুবিধা সহজ করা হচ্ছে: জনপ্রশাসনমন্ত্রী

সরকারি চাকুরেদের পেনশন সুবিধা সহজ করা হচ্ছে: জনপ্রশাসনমন্ত্রী

নিউজ ডেস্ক: সরকারি চাকুরেদের পেনশন সুবিধা সহজ করা হচ্ছে বলে জানিয়েছেন জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফূল ইসলাম। আজ সোমবার বিকেলে দশম জাতীয় সংসদের ১৭তম অধিবেশনের দ্বিতীয় দিনে প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানান তিনি।

ন্যাপের সংসদ সদস্য মিসেস আমিনা আহমেদের প্রশ্নের জবাবে জনপ্রশাসনমন্ত্রী বলেন, “সরকারি পেনশনারগণ দেশের সমগ্র জনগণের একটি ক্ষুদ্রাংশ মাত্র। বিদ্যমান পেনশন ব্যবস্থা সংস্কার করে আধুনিক, যুগোপযোগী ও বৈষম্যহীন ব্যবস্থা প্রবর্তনের লক্ষ্যে সরকার অবসরগ্রহণকারী সরকারি চাকুরে ও সরকারি চাকুরের মৃত্যুর ক্ষেত্রে তাদের পরিবারবর্গের অবসরজনিত সুবিধাদি সঠিক সময়ে প্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে অর্থ বিভাগ একটি স্মারক জারি করেছে।

মন্ত্রী বলেন, বেসামরিক সরকারি চাকুরেদের পেনশন পরিশোধ ব্যবস্থা সংস্কার পূর্বক সঠিকতর সহজীকরণ পদ্ধতিতে পেনশনারদেরকে সুবিধা প্রদান করা হয়। বর্তমান সরকার পেনশনারদের প্রাপ্য পেনশনের পরিমাণ প্রতিবছর শতকরা পাঁচ ভাগ হারে বৃদ্ধির ব্যবস্থা করেছে। পেনশন নির্ণয়ের ক্ষেত্রে ২০০ গুণ থেকে বৃদ্ধি করে ২৩০ গুণ করা হয়েছে। এ ছাড়া মূল বেতনের ৮০ ভাগ থেকে বৃদ্ধি করে ৯০ ভাগ করা হয়েছে।

Check Also

রাতে জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) …

%d bloggers like this: