Home / বিনোদন / ঢালিউড / সম্পর্ক ভাঙলো নায়িকা জলির

সম্পর্ক ভাঙলো নায়িকা জলির

বিনোদন ডেস্ক: ভেঙে গেল চিত্রনায়িকা ফাল্গুনি রহমান জলির বাগদান। ব্যবসায়ী আরাফাত রহমানের সঙ্গে জলির দীর্ঘ পাঁচ বছর প্রেমের সম্পর্ক ছিল। এরপর গত ১৬ মে সন্ধ্যায় গুলশানের নিকেতনে জলির বাসায় তাদের বাগদান হয়। কিন্তু বাগদানের পাঁচ মাস না পেরুতেই তাদের সম্পর্ক ভেঙে গেছে বলে জানিয়েছেন এই নায়িকা।

জলি বলেন, ‘আমাদের এখন সম্পর্ক নেই। বাগদানের মাসখানেক পর থেকে এই অবস্থা। মূলত আমি সম্পর্ক রাখিনি। আরাফাতের সঙ্গে এখন আর কোনো যোগাযোগ নেই।’

তবে বাগদান ভেঙে যাওয়ার কারণ জানাননি জলি।

আরাফাত রহমানের গ্রামের বাড়ি কিশোরগঞ্জের ভৈরবে। রাজধানীর ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসে স্নাতকে পড়ছেন তিনি। পাশাপাশি বাবার ব্যবসা দেখাশোনা করেন বলে জানিয়েছিলেন জলি।

২০১৬ সালে জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ‘অঙ্গার’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন জলি। এরপর ‘নিয়তি’, ‘মেয়েটি এখন কোথায় যাবে’ সিনেমা মুক্তি পায়। এছাড়া ‘ডেঞ্জার জোন’ সিনেমার শুটিং শেষ করে মুক্তির অপেক্ষায় রয়েছে। এছাড়া ‘অফিসার রিটার্নস’ নামে একটি সিনেমার কাজ করছেন জলি।

Check Also

করোনায় শুটিং করতে গিয়ে অসুস্থ জাহিদ হাসান

নিউজ ডেস্ক : জনপ্রিয় চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেতা জাহিদ হাসান অসুস্থ হয়ে পড়েছেন। মূলত ঈদকে …

%d bloggers like this: