নিউজ ডেস্ক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী এম কে আনোয়ারের রাজধানীর এলিফ্যান্ট রোডের বাসায় মঙ্গলবার রাত ৯টা ৪৫ মিনিটে যান দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তিনি এম কে আনোয়ারের স্ত্রী মাহমুদা আনোয়ার ও ছেলের সঙ্গে কথা বলেন এবং তাদের সমবেদনা জানান।
এ সময় খালেদা জিয়ার সঙ্গে এম কে আনোয়ারের বাসায় যান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, আবুল খায়ের ভূঁইয়া, রুহুল কবির রিজভী, হাবিব-উন নবী খান সোহেল, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, প্রচার সম্পাদক শহিদ উদ্দিন চৌধূরী এ্যানিসহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা।
এছাড়া এম কে আনোয়ারের মৃত্যুতে দলের পূর্বঘোষিত সংবাদ সম্মেলন স্থগিত করা হয়েছে। এটি মঙ্গলবার বেলা ১১টায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
বুধবার কুমিল্লায় এম কে আনোয়ারের দাফন হওয়ার কথা রয়েছে। বর্তমানে তার মরদেহ বারডেম হাসপাতলের হিমাগারে রাখা হয়েছে।