Home / বিনোদন / সবাইকে কাঁদাচ্ছে সেলেনার এই ছবিটি

সবাইকে কাঁদাচ্ছে সেলেনার এই ছবিটি

বিনোদন ডেস্ক: পপ সেনসেশন সেলেনা গোমেজ এক মর্মস্পর্শী ছবি শেয়ার করেছেন সোশাল মিডিয়ায়। এ ছবিটি কেবল পপ তারকার মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ার কাহিনীই প্রকাশ করে না, তুলে ধরছে এক অনন্য ভালোবাসার নিদর্শন।

জাস্টিন বিবারের সাবেক প্রেমিকা মাত্র ২৫ বছর বয়সে দূরারোগ্য ব্যাধি লুপুসে আক্রান্ত। বাঁচতে হলে কিডনি প্রতিস্থাপনের প্রয়োজন। দেহের রোগ প্রতিরোধীব্যবস্থা যখন ভুল করে নিজের টিস্যু আর প্রত্যঙ্গগুলোকেই আক্রমণ করতে থাকে, তখন এই কঠিন ব্যাধি দেখা দেয়। এতে করে দেহ স্থায়ী ক্ষতির শিকার হয়। তারকার এই দুর্দিনে জীবন বাঁচাতে এগিয়ে এসেছেন এক বন্ধু। নিজের একটি কিডনি দান করে সেলেনার জীবন রক্ষা করেছেন। ভক্তদের সেই বন্ধুত্ব আর ভালোবাসার খবর না শেয়ার করলে কি চলে! সেলেনা এমন একটা ছবি পোস্ট করেছেন যা দেখামাত্র যেকোনো মানুষের মনটা কেঁদে উঠবে, আবার একই সঙ্গে গর্ব অনুভব করবেন। এটাই মানবতার অন্তিম চিত্র।

নতুন মিউজিক ছেড়েছেন সেলেনা।

আর বিশেষভাবে কৃতজ্ঞতা জানিয়েছেন তার প্রাণের বন্ধু ফ্রান্সিয়া রাইজাকে। বলেছেন, এই মেয়েটি আমাকে জীবনের অন্তিম উপহারটি দিয়েছে। ত্যাগের চূড়ান্ত করেছে বন্ধুকে বাঁচাতে। ফ্রান্সিয়া তার একটি কিডনি দিয়েছেন সেলেনাকে।

এদিকে, ভক্তরাও সেলেনার এই অবস্থা দেখে যারপরনাই মনোকষ্টে ভুগছেন। সাহসের সঙ্গে মৃত্যুর বিরুদ্ধে লড়ে যাওয়ায় তারকাকে নিয়ে তাদের গর্বের শেষ নেই। খুব দ্রুত সেলেনার সুস্থতা কামনা করেছেন সবাই। ভালো হয়ে উঠুন সেলেনা। সূত্র : ইমেজ

Check Also

তামাকের বিরুদ্ধে “সিগারেট”

নাসিফ শুভ: স্লো পয়জন হিসেবে সিগারেট সারা বিশ্বব্যাপী পরিচিত। ধূমপানে একদিকে যেমন নিজের ক্ষতি হয়, …

%d bloggers like this: