Home / বিনোদন / চলচ্চিত্র / সন্তান আরিজের জন্য দোয়া চাইলেন অনন্ত

সন্তান আরিজের জন্য দোয়া চাইলেন অনন্ত

হাসান মুরসালিন: আজ বুধবার ঢাকাই চলচ্চিত্রের সফল নায়ক ও গার্মেন্টস ব্যবসায়ী অনন্ত জলিলে বড় ছেলে আরিজ ইবনে জলিলের তৃতীয় জন্মদিন। ২০১৪ সালের ২৩ নভেম্বর অনন্ত-বর্ষা দম্পত্তির ঘর আলোকিত করে পৃথিবীতে এসেছে আরিজ। আরিজের জন্মদিনে অনন্ত সকলের নিকট দোয়া চেয়ে তার ফেইসবুক ফ্যান পেইজে একটি স্ট্যাটাস দেন।

অনন্ত’র স্ট্যাটাসটি হুবাহু তুলে দেয়া হলো।

I can’t imagine my life without you. Happy birthday, my beloved son. #aariz
( আজ আরিজের জন্মদিন। আরিজের বয়স তিন বছরে পড়ল। আপনারা সবাই আরিজের জন্য, আল্লাহতায়ালার কাছে দোয়া করবেন; আল্লাহতায়ালা যেন তাকে একজন ভালো এবং সৎ মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করেন -আমিন।)

উল্লেখ্য, ঢাকাই চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তারকাখ্যাতি পেয়েছেন সফল গার্মেন্টস ব্যবসায়ী অনন্ত জলিল। সাম্প্রতিক সময়ে ইসলাম প্রচারে যুক্ত হয়ে আলোচনা ছড়িয়েছেন তিনি। বেশ কিছু মসজিদে তাকে দেখা গেছে ইসলামের দাওয়াত দিতে। অস্ট্রেলিয়ার একটি অনুষ্ঠানেও সবাইকে ইসলামের রীতি অনুযায়ী চলার আহ্বান জানান এই তারকা। সম্প্রতি ঢাকার মোহাম্মদপুরের আদাবরে ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হয়ে ইসলামী বক্তব্য দিয়েছেন অনন্ত।

Check Also

তামাকের বিরুদ্ধে “সিগারেট”

নাসিফ শুভ: স্লো পয়জন হিসেবে সিগারেট সারা বিশ্বব্যাপী পরিচিত। ধূমপানে একদিকে যেমন নিজের ক্ষতি হয়, …

%d bloggers like this: