Home / জাতীয় / সদরঘাটে নৌকা ডুবে নিখোঁজ ৬

সদরঘাটে নৌকা ডুবে নিখোঁজ ৬

জাতীয় ডেস্ক: সদরঘাটে বুড়িগঙ্গা নদীতে একটি নৌকা ডুবে নিখোঁজ হয়েছেন এক পরিবারের পাঁচজনসহ মোট ছয়জন।

বৃহস্পতিবার রাত ১০টার দিকে একটি লঞ্চ ঘাট চেড়ে যাওয়ার সময় ঢেউয়ের তোড়ে নৌকাটি উল্টে ডুবে যায় বলে পুলিশ জানিয়েছে।

নৌ-পুলিশের সদরঘাট ফাঁড়ির ওসি আব্দুর রাজ্জাক  বলেন, শাহজালাল নামে এক ব্যক্তি তার পরিবারের সদস্যদের নিয়ে কামরাঙ্গীরচর থেকে নৌকায় করে সদরঘাট আসছিলেন।

“১৩ নম্বর পন্টুন বরাবর নদীতে নৌকাটি এলে সুরভী লঞ্চ যাওয়ার সময় নৌকাটি ডুবে যায়।”

নিখোঁজরা হলেন শাহজালালের স্ত্রী সাহিদা, সাহিদার দুই সন্তন মীম (৮) ও মাহি (৬), শাহজালালের ভাগ্নী মানজিদা ও মানজিদার শিশু সন্তান (নাম জানা যায়নি) এবং আরেকজন যাত্রী।

শাহজালালকে আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে মিটফোর্ড এবং পরে জাতীয় অর্থোপেডিকস ও পুর্নবাসন (পঙ্গু হাসপাতাল) কেন্দ্রে পাঠানো হয়।

বাকি ছয়জনের সন্ধানে ফায়ার সার্ভিসের ডুবুরি দল কাজ করছে বলে জানান পুলিশ কর্মকর্তা রাজ্জাক।

Check Also

আজ বসছে পদ্মা সেতুর ১৩তম স্প্যান

জাতীয় ডেস্ক: কয়েক দফা পিছিয়ে অবশেষে আজ বসছে পদ্মা সেতুর ১৩তম স্প্যান। নদীর মাওয়া প্রান্তে …