Home / বিনোদন / টেলিভিশন / সজল-উর্মিলা শ্রাবন্তীর ‘চোর পুলিশ’ খেলা

সজল-উর্মিলা শ্রাবন্তীর ‘চোর পুলিশ’ খেলা

বিনোদন ডেস্ক : সজল ও উর্মিলা শ্রাবন্তী কর জুটিবদ্ধ হয়ে আসছেন নতুন একটি নাটকে। সম্প্রতি ‘চোর পুলিশ’ নামে একটি নাটকের শুটিং শুরু করেছেন সজল-উর্মিলা।

মনসুর রহমান চঞ্চলের চিত্রনাটয়ে নাটকটি পরিচালনা করছেন মাসুদ হাসান রানা।

কমেডি ঘরানার গল্প নিয়েই নির্মিত হচ্ছে নাটকটি। এ প্রসঙ্গে সজল বলেন, গল্পটিতে আমার চরিত্র ব্যতিক্রম।

যে চরিত্রে দর্শকরা আমাকে দেখে পছন্দ করেন। এটি সিরিয়াস গল্পের নাটক না হলেও ভাঁড়ামির কিছু নেই। সব মিলিয়ে বিনোদনে ভরপুর একটি নাটক হয়েছে। ‘

উর্মিলা শ্রাবন্তী কর বলেন, সোমবার থেকে নাটকটির শুটিং শুরু করেছি। সুন্দর একটি গল্পের নাটক। এতে আমার আর সজল ভাইয়ের কেমিস্ট্রি দর্শকরা পছন্দ করবেন।

জানা গেছে, ‘চোর পুলিশ’ নাটকটি শিগগিরই কোনো একটি বেসরকারি চ্যানেলে প্রচার হবে। এদিকে সজলের ব্যস্ততা খণ্ডনাটক নিয়েই।

Check Also

তামাকের বিরুদ্ধে “সিগারেট”

নাসিফ শুভ: স্লো পয়জন হিসেবে সিগারেট সারা বিশ্বব্যাপী পরিচিত। ধূমপানে একদিকে যেমন নিজের ক্ষতি হয়, …

%d bloggers like this: