নিজস্ব প্রতিনিধি: আজ রবিবার মহাখালী ডিওএইচএস এ অবস্থিত ম্যালেরিয়া অফিসের সংক্রামক ব্যাধি নিয়ন্ত্রণ কর্মসূচীতে GIS এর ব্যবহারের উপর হাতে কলমে প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়। দুইদিন ব্যাপী এ কর্মশালা আজ সকাল ১০টা বাজে শুরু হয়।
রবিবার প্রশিক্ষন কর্মশালায় বক্তব্য রাখেন স্বাস্থ্য অধিদপ্তর, রোগ নিয়ন্ত্রন শাখার জুনোটিক ডিজিজের ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার ডাঃ উম্মে রুম্মান সিদ্দিকী। এছাড়াও কর্মশালায় সংক্রামক ব্যাধি নিয়ন্ত্রণ কর্মসূচীতে GIS এর প্রয়োজনীয়তা সম্পর্কে বক্তব্য রাখেন স্বাস্থ্য অধিদপ্তর, রোগ নিয়ন্ত্রন শাখার, জাতীয় ম্যালেরিয়া নিমূর্ল প্রোগ্রামের ডাঃ মসিকুর রহমান।
এছাড়াও কর্মশালায় সংক্রামক ব্যাধি নিয়ন্ত্রণ কর্মসূচীতে GIS এর ব্যবহারের উপকারিতা সম্পর্কে আলোচনা করেন সাজিদ ইবনে জামান, জাহিদ হাসান, সিদ্দিকী, অঞ্জন কুমার সাহা এবং মোঃ সাব্বির হাসান। প্রথম দিনের কর্মশালা শেষ হয় বিকেল ৫টা বাজে।