বিনোদন ডেস্ক: দুই মেয়ে ও স্বামীকে নিয়ে ভারতের মুম্বাইতে থাকেন শ্রীদেবী।ছোট মেয়ে খুশির জন্মদিনে সোশ্যাল দুনিয়ায় অ্যাকটিভ শ্রীদেবী একটি মিষ্টি পোস্ট করেছেন। মেয়ের একটি ছবি পোস্ট করে সুন্দর একটি উইশ করেছেন অভিনেত্রী। গতকাল সোমবার ১৭ বছরে পা দিল খুশি। মেয়েকে শুভেচ্ছা জানিয়ে মায়ের পোস্ট, হ্যাপি বার্থডে আমার মিষ্টি সোনা। মিস ইউ সো মাচ। লভ ইউ।
” তবে জন্মদিন নিয়ে স্পেশাল কী হচ্ছে তা কিন্তু গোপনই রেখেছেন শ্রী। শ্রীদেবী বরাবরই দুই মেয়ে খুশি ও জাহ্নবীকে নিয়ে তাঁর বিভিন্ন অভিজ্ঞতা শেয়ার করেন। বড় মেয়ে জাহ্নবীর জন্মদিনে যেমন সোশ্যাল ওয়ালে তাঁর ছবি পোস্ট করে উইশ করেছিলেন, ছোট মেয়ের ক্ষেত্রেও তেমনটাই করলেন।তবে এই মুহূর্তে বাইরে রয়েছেন কিনা জানা যায়নি।মেয়ের জন্মদিনে দূরে থাকার কারণেই হয়তো ইনস্টাগ্রাম পোস্টে ‘মিস’ করার কথা লিখেছেন তিনি।