Home / বিনোদন / শ্রদ্ধা-ভালোবাসায় কবিয়ালের সঞ্জীবস্মরণ

শ্রদ্ধা-ভালোবাসায় কবিয়ালের সঞ্জীবস্মরণ

বিনোদন ডেস্ক : শ্রদ্ধা, ভালোবাসা আর গান দিয়ে বাংলা গানের ‘অন্যরকম গানের মানুষ’ সঞ্জীব চৌধুরীকে স্মরণ করল কবিয়াল ব্যান্ড।

আজ দুপুরে দেশের শীর্ষস্থানীয় সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান সাউন্ডটেক থেকে সঞ্জীবস্মরণে তাদের প্রথম সিঙ্গেল ‘দেয়াল ছেড়ে’ প্রকাশিত হয়।

Check Also

তামাকের বিরুদ্ধে “সিগারেট”

নাসিফ শুভ: স্লো পয়জন হিসেবে সিগারেট সারা বিশ্বব্যাপী পরিচিত। ধূমপানে একদিকে যেমন নিজের ক্ষতি হয়, …

%d bloggers like this: