Home / বিনোদন / বলিউড / শ্রদ্ধার তেলেগুর শিক্ষক কে?

শ্রদ্ধার তেলেগুর শিক্ষক কে?

বিনোদন ডেস্ক: বাহুবলী তাঁকে এনে দিয়েছে অফুরন্ত জনপ্রিয়তা। এখনো বেশ কিছু মাল্টিপ্লেক্সে জমিয়ে চলছে বাহুবলী ২ : দ্য কনক্ল্যুশন। এরই মাঝে অবশ্য নিজের পরবর্তী ছবির শুটিং শুরু করে দিয়েছেন প্রভাস। সুজিত রেড্ডির পরবর্তী ছবি সাহো-তে তাঁকে দেখা যাবে মুখ্য চরিত্রে। আর এই ছবিতে প্রথমবার একসঙ্গে দেখা যাবে প্রভাস ও শ্রদ্ধা কাপুরকে। পাশাপাশি এই প্রথমবার তেলেগু ছবিতে অভিনয় করছেন শ্রদ্ধা। ভাষাটা নিয়ে যাতে নায়িকার কোনো সমস্যা না হয়, তার দায়িত্ব নিয়েছেন প্রভাস নিজে। শোনা যাচ্ছে, শ্রদ্ধাকে তেলেগু শেখাচ্ছেন বাহুবলী।

যদিও শ্রদ্ধার জন্য বিশেষ শিক্ষকের ব্যবস্থা করা হয়েছে। আবার পাশাপাশি প্রভাসকে হিন্দি শেখানোর জন্যও রাখা হয়েছে হিন্দির শিক্ষক। কিন্তু শুটিং চলাকালীন একে অপরের সঙ্গে হিন্দি বা তেলেগুতেই কথা বলেন প্রভাস ও শ্রদ্ধা।

এর ফলে তেলেগু সম্পর্কে জ্ঞান বাড়ছে শ্রদ্ধার ও হিন্দি আরও ভালো হচ্ছে প্রভাসের। শ্রদ্ধার আগে এই চরিত্রের জন্য আরও অনেককে অ্যাপ্রোচ করেছিলেন পরিচালক। সোনম কাপুর, দিশা পাটানি, পূজা হেগড়ে, অনুশকা শেট্টির পর অবশেষে এই ছবির অফার করা হয় শ্রদ্ধাকে। পারিশ্রমিক নিয়ে প্রথম দিকে একটু সমস্যা থাকলেও পরবর্তী কালে শ্রদ্ধা নিজেই টুইটারে জানান, এই ছবি নিয়ে তিনি কতটা একসাইটেড।

১৫০ কোটি টাকা বাজেটের এই ছবিটি মুক্তি পাবে তামিল, তেলেগু, হিন্দি-সহ তিনটি ভাষায়। দীর্ঘ পাঁচ বছর বাহুবলী সিরিজের সঙ্গে যুক্ত থাকার পর এই ছবিকেই প্রভাসের ফিরে আসার ছবি বলছেন সিনে-বিশেজ্ঞরা। দীর্ঘ কয়েক বছরে প্রভাসের যে বাহুবলী ইমেজ তৈরি হয়েছে তা থেকে বেরিয়ে এসে এবার অন্যভাবে দেখা যাবে এই অভিনেতাকে। সব ঠিক থাকলে আগামী বছরের শুরু দিকে মুক্তি পাবে সাহো।

Check Also

তামাকের বিরুদ্ধে “সিগারেট”

নাসিফ শুভ: স্লো পয়জন হিসেবে সিগারেট সারা বিশ্বব্যাপী পরিচিত। ধূমপানে একদিকে যেমন নিজের ক্ষতি হয়, …

%d bloggers like this: