Home / দেশজুড়ে / ঢাকা / শেরপুরে পুলিশসহ নতুন আক্রান্ত সাতজন

শেরপুরে পুলিশসহ নতুন আক্রান্ত সাতজন

শুক্রবার জেলার সিভিল সার্জন ডা. আনওয়ারুর রউফ জানান, এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৭৫ জনে দাঁড়াল।

নতুন আক্রান্তদের মধ্যে শেরপুরে সদর থানার ৩ পুলিশ সদস্য ও এক পুলিশ সদস্যের পাঁচ বছরের শিশু ছেলে, শেরপুর জেলা সদর হাসপাতালের ১ স্বাস্থ্যকর্মী, নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক ১ স্বাস্থ্যকর্মী ও নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের এক স্টাফ রয়েছেন।

সিভিল বলেন, “ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে শুক্রবার  রাতে ১৩০টি নমুনা পরীক্ষায় ওই ৭ জনের শরীরের কোভিড-১৯ পজেটিভ ধরা পড়ে।

“এ পর্যন্ত জেলায় আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩২ জন। বাকিদের আইসোলেশনে রাখা হয়েছে।”

Check Also

টানা বৃষ্টিতে বিপর্যস্ত পিরোজপুরবাসী, বিপাকে শ্রমজীবী মানুষ

নিউজ ডেস্ক : বিগত কয়েক দিনের অপ্রত্যাশিত বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে পিরোজপুরের মানুষের জীবনযাত্রা। আর …

%d bloggers like this: