Home / বিনোদন / চলচ্চিত্র / শুরু হলো মিমের “দাগ” ছবির শুটিং

শুরু হলো মিমের “দাগ” ছবির শুটিং

হাসান তাসাউফ: আবার শুরু হলো “দাগ” ছবির শুটিং। ছবিটি কাজ প্রায় শেষের দিকে। বাকি আছে একটি গান ও দুটি দৃশ্যের কাজ। প্রায় এক বছর বিরতির পর সেই অবশিষ্ট অংশের কাজ শুরু হলো। ছবির নাম “দাগ”। এ ছবিতে অভিনয় করছেন হালের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম ও অভিনেতা বাপ্পি।

এই ছবিটির শুটিংয়েই এখন সিলেটের শ্রীমঙ্গলে আছেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। গতকাল সোমবার সকালে বিরতির পর আবার শুরু হয়েছে ছবিটির কাজ। শুটিং এর ফাঁকে নায়িকা মিম জানান দাগ ছবিটির কথা। বলেন, গতকাল রোববার আমরা সিলেটে এসেছি। চারদিন কাজ হবে এখানে। তাহলে পুরো ছবির শুটিং শেষ হবে।

বিভিন্ন কারণে সঠিক সময়ে শুটিং শেষ করা যায়নি। এর আগে দুবার শিডিউল দিয়েও বৃষ্টির কারণে তা দুবার পিছিয়ে যায়। এরপরো কয়েকবার উদ্যোগ নেওয়া হয়েছিল, কিন্তু হিরোর সঙ্গে শিডিউল মেলেনি বলে জানান জনপ্রিয় এ নায়িকা।

Check Also

তামাকের বিরুদ্ধে “সিগারেট”

নাসিফ শুভ: স্লো পয়জন হিসেবে সিগারেট সারা বিশ্বব্যাপী পরিচিত। ধূমপানে একদিকে যেমন নিজের ক্ষতি হয়, …

%d bloggers like this: