Home / বিনোদন / টেলিভিশন / ‘শুধু তোমার জন্য’ নাবিলা-মিলনের

‘শুধু তোমার জন্য’ নাবিলা-মিলনের

বিনোদন ডেস্ক : কমেডি ফেস্টের ৬ পর্বের ধারাবাহিক ‘শুধু তোমার জন্য। ’ গত ২৫ নভেম্বর থেকে শুরু হয়েছে যা চলবে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত।

প্রতিদিন সন্ধ্যা ৬ টায় এবং রাত ৯ টা ৩০ মিনিটে দেখা যাবে দীপ্ত টিভির পর্দায়।

এই ধারাবাহিকে অভিনয় করেছেন অভিনেতা আনিসুর রহমান মিলন ও নাবিলা ইসলাম। ধারাবাহিকটি রচনা ও পরিচালনা করেছেন তুহিন। এখানে মিলন আশিক চরিত্রে অভিনয় করেছেন এবং নাবিলা করেছেন প্রিয়া চরিত্রে।

দুজনকে কেন্দ্র করে একের পর এক মজার ঘটনা ঘটতে থাকে।

‘শুধু তোমার জন্য’ প্রসঙ্গে নাবিলা ইসলাম কালের কণ্ঠকে বলেন, অনেক চমৎকার একটি ধারাবাহিক।

কাজ করে মজা পেয়েছি যেম্নন দর্শকেরা দেখেও মজা পাবেন। অনেক মজার বিষয় রয়েছে এই নাটোকে। আমি নিজেও আগ্রহ নিয়ে দেখছি।

নাবিলা বলেন, এই ধারবাহিকে একটি গানের দৃশ্য রয়েছে সেটাও বেশ চমৎকার। দর্শকদের নিকট বেশ উপভোগ্য হবে।

Check Also

তামাকের বিরুদ্ধে “সিগারেট”

নাসিফ শুভ: স্লো পয়জন হিসেবে সিগারেট সারা বিশ্বব্যাপী পরিচিত। ধূমপানে একদিকে যেমন নিজের ক্ষতি হয়, …

%d bloggers like this: