Home / বিনোদন / বলিউড / শুটিংয়ের সময় হঠাৎ সাপ এসে পড়ে সানির শরীরে তারপর …

শুটিংয়ের সময় হঠাৎ সাপ এসে পড়ে সানির শরীরে তারপর …

বিনোদন ডেস্ক : হঠাৎ তার মুখের ঠিক সামনে সাপ এসে পড়ে। প্রথমে সানি তা খেয়াল করেননি। কিন্তু বুঝতে পেরেই চেয়ার ছেড়ে চিৎকার করে লাফিয়ে ওঠেন। কোনওক্রমে তা সরিয়ে সেখান থেকে দে ছুট। নায়িকার চোখে মুখে তখনও আতঙ্কের ছাপ। কিন্তু পালিয়ে গিয়েও নিস্তার পেলেন না।

ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, শুটিং সেটেই সানি লিওনের সঙ্গে এমন মজা করেছেন কয়েকজন ক্রু মেম্বার। সেই ভিডিওই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন অভিনেত্রী। যেখানে দেখা যাচ্ছে, স্ক্রিপ্ট পড়তে ব্যস্ত সানি। আর তখনই এক ব্যক্তি এসে তার মুখের সামনে ধরেন একখানি সাপ।
তারপর শুরু হয় সানি লিওনের দৌড়! আরেক ব্যক্তিকে আবার দেখা গেল তার পিছনে সেই সাপটি নিয়ে দৌঁড়াতে।

সংবাদ মাধ্যম জানায়, সাপটি আসলে একটি নকল সাপ ছিল। খেলনা সাপটিকেই সত্যিকারের সাপ ভেবে ভয়ংকর ঘাবড়ে গিয়েছিলেন সানি।

Check Also

তামাকের বিরুদ্ধে “সিগারেট”

নাসিফ শুভ: স্লো পয়জন হিসেবে সিগারেট সারা বিশ্বব্যাপী পরিচিত। ধূমপানে একদিকে যেমন নিজের ক্ষতি হয়, …

%d bloggers like this: