Home / বিনোদন / চলচ্চিত্র / শুক্রবার মুক্তি পাচ্ছে তমা মির্জার “গেম রির্টানস”

শুক্রবার মুক্তি পাচ্ছে তমা মির্জার “গেম রির্টানস”

বিনোদন প্রতিনিধি: আগামী শুক্রবার তমা মির্জা অভিনীত থ্রিলার-এ্যাকশনধর্মী ছবি গেম রির্টানস মুক্তি পেতে যাচ্ছে। ছবিতে তমা মির্জার সাথে অভিনয় করেছে অভিনেতা নিরব হোসেন।

ছবিটি সম্পর্কে নায়ক নিরব হোসেন বলেন, নিরব বলেন, “আমার এই ছবিটি অ্যাকশন-থ্রিলার ধর্মী, আমি চাই এই ছবির সাথে শিক্ষার্থীদের সম্পৃক্ততা হোক। তারা ছবি দেখুক তারপরে ভালোমন্দ জাজ করুক।”

এ ছবিতে তমা মির্জা ছাড়াও অভিনয় করেছেন- নিরব, লাবণ্য লি, মিশা সওদাগর, সোহেল সিরাজ প্রমুখ। ছবির পরিচালক রয়েল খান এবং প্রযোজনা করেছেন রোনিও মাল্টিমিডিয়া। ছবিতে দর্শকদের জন্য থাকবে অ্যাকশান-থ্রিলারের গল্প। সেই সঙ্গে প্রেম-ভালোবাসাও ফুটে উঠবে।

Check Also

তামাকের বিরুদ্ধে “সিগারেট”

নাসিফ শুভ: স্লো পয়জন হিসেবে সিগারেট সারা বিশ্বব্যাপী পরিচিত। ধূমপানে একদিকে যেমন নিজের ক্ষতি হয়, …

%d bloggers like this: