Home / বিনোদন / টেলিভিশন / শুক্রবার তানজিন তিশার ‘জামাই পরীক্ষা’য় কল্যাণ!

শুক্রবার তানজিন তিশার ‘জামাই পরীক্ষা’য় কল্যাণ!

বিনোদন ডেস্ক: শুক্রবার প্রচারিত হবে ‘জামাই পরীক্ষা’ শিরোনামের একটি কমেডি নাটক। ‘জামাই পরীক্ষা’ নাটকটি রচনা করেছেন রেজানুর রহমান রিজিভী এবং পরিচালনা করেছেন তরুণ নির্মাতা এটিএম মাকসুদুল হক ইমু। কল্যাণ-তানজিন তিশা ছাড়া আরও অভিনয় করেছেন নিপা খান, শাখাওয়াত শিমুল, পলাশ, সালমা, কাশেম, শিমু প্রমুখ।

এই নাটকে জুটি বেঁধে অভিনয় করেছেন কল্যাণ কোরাইয়া এবং তানজিন তিশা। তারা দু’জনই নাটকটি নিয়ে মন্তব্য করেছেন, ‘যেখানে পুরোপুরি কমেডি ফ্লেভার আছে, কিন্তু ভাঁড়ামোর জায়গা নেই।’

অভিনেতা কল্যাণ বলেন, ‘জোর করে দর্শকদের হাসানোর চেষ্টা একেবারেই করা হয়নি। বরং গল্পের টুইস্টই দর্শকদের জমিয়ে রাখবে।’ তানজিন তিশা বলেছেন, ‘নাটকটিতে দর্শকরা হাসি, প্রেম এবং সিনেমাটিক একটা ফ্লেভার পাবেন। মোট কথা বিনোদনের সবকিছুই রয়েছে এতে। সবাইকে নাটকটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি।’

নির্মাতা ইমু জানিয়েছেন, ‘জামাই পরীক্ষা’ নাটকটি শুক্রবার (১৭ অক্টোবর) রাত ৮ টায় আরটিভির পর্দায় প্রচারিত হবে। এই নবীন নির্মাতা নাটকটি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন।

Check Also

তামাকের বিরুদ্ধে “সিগারেট”

নাসিফ শুভ: স্লো পয়জন হিসেবে সিগারেট সারা বিশ্বব্যাপী পরিচিত। ধূমপানে একদিকে যেমন নিজের ক্ষতি হয়, …

%d bloggers like this: