Home / বিনোদন / ঢালিউড / শিল্পী সমিতিতে সালমান শাহের মৃতুবার্ষিকী পালিত

শিল্পী সমিতিতে সালমান শাহের মৃতুবার্ষিকী পালিত

বিনোদন ডেস্ক: চলচ্চিত্র শিল্পী সমিতিতে অমর নায়ক সালমান শাহের মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। আজ (বুধবার) বাদ আসর শিল্পী সমিতিতে সালমান শাহের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন শিল্পী সমিতির সহ-সভাপতি চিত্রনায়ক রিয়াজ, সাধারণ সম্পাদক ও চিত্রনায়ক জায়েদ খান, অভিনেতা শান আরাফসহ চলচ্চিত্রের ১৮টি সংগঠনের সমন্বয়ে গঠিত চলচ্চিত্র পরিবারের অনেক সদস্য।

অনুষ্ঠানে সালমান শাহের ২১তম মৃতুবার্ষিকীতে তার রুহের মাগফিরাত ও আত্মার শান্তি কামনা করা হয়। তার কর্মময় জীবন নিয়ে আলোচনাও করা হয়।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মারা যান সালমান শাহ। রহস্যজনক মৃত্যু তাকে অমরত্ব দিয়েছে বলেই ধারণা চলচ্চিত্রের মানুষদের। ২১ বছর পেরিয়ে গেলেও কাটেনি সালমান মৃত্যুর রহস্য। খুন নাকি আত্মহত্যা এ প্রশ্নে কেবল দ্বিধাই বেড়েছে এতদিনে। তবে পৃথিবীর ওপারে চলে যাওয়া স্বপ্নের নায়ক সালমান শাহকে ভালোবাসতে, শ্রদ্ধাঞ্জলি দিতে কোনো দ্বিধা নেই চলচ্চিত্রপ্রেমীদের।

Check Also

তামাকের বিরুদ্ধে “সিগারেট”

নাসিফ শুভ: স্লো পয়জন হিসেবে সিগারেট সারা বিশ্বব্যাপী পরিচিত। ধূমপানে একদিকে যেমন নিজের ক্ষতি হয়, …

%d bloggers like this: