Home / দেশজুড়ে / শিক্ষা জাতীয়করণের দাবিতে সৈয়দপুর শিক্ষকদের মানববন্ধন

শিক্ষা জাতীয়করণের দাবিতে সৈয়দপুর শিক্ষকদের মানববন্ধন

দেশজুড়ে ডেস্ক: শিক্ষা জাতীয়করণসহ কয়েক দফা দাবিতে সৈয়দপুরে মানববন্ধন হয়েছে। জাতীয় শিক্ষা দিবস উপলক্ষে স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ)’র দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ‌আজ রবিবার ওই কর্মসূচি পালন করা হয়েছে। সংগঠনের সৈয়দপুর উপজেলা শাখার ব্যানারে ওই মানববন্ধন কর্মসূচি আয়োজন করা হয়। বেলা ১১টায় সৈয়দপুর প্রেস ক্লাবের সামনে শহীদ ডা. জিকরুল হক সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন করা হয়। এতে সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা অংশ নেন।

মানববন্ধন চলাকালে এক সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি ও সৈয়দপুর মহিলা ডিগ্রি কলেজের সহকারি অধ্যাপক ক্ষিতীশ চন্দ্র রায়, সহ-সভাপতি সহকারী অধ্যাপক মো. সামসুল আলম শাহ, সাধারণ সম্পাদক প্রভাষক মো. মাহবুব আলম শাহী, সাংগঠনিক সম্পাদক সহকারী অধ্যাপক রঞ্জন কুমার রায়, দপ্তর সম্পাদক মো. আনোয়ার হোসেন, বোতলাগাড়ী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. নজিবর রহমান, প্রভাষক মাজেদুল হক মল্টিন, রফিকুল ইসলাম, কয়ানিজপাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মাসুদ রানা প্রমুখ।

মানববন্ধনে আলোচনায় বক্তারা দেশের সকল বেসরকারি স্কুল, মাদ্রাসা ও কলেজ সরকারিকরণের দাবি জানান। একই সঙ্গে সারাদেশে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয় করণের উদ্যোগ নেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে তা শতভাগে উন্নীত করার দাবি জানানো হয়।

Check Also

এই সৌদি প্রবাসীদের কী হবে?

নিউজ ডেস্ক  : সৌদি আরবে নতুন করে বাংলাদেশ বিমানের ল্যান্ডিংয়ের অনুমতি না মেলায় জটিলতা কাটছে …

%d bloggers like this: