Home / জাতীয় / শিক্ষা উপমন্ত্রীর ভাই করোনায় আক্রান্ত

শিক্ষা উপমন্ত্রীর ভাই করোনায় আক্রান্ত

নিউজ ডেস্কঃ শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের ছোট ভাই ও চট্টগ্রামের সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর কনিষ্ঠ পুত্র সালেহীন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

রবিবার (১০ মে) রাতে চট্টগ্রামের দু’টি ল্যাবে নমুনা পরীক্ষায় যে ৭৫ জনের করোনা পজেটিভ রিপোর্ট এসেছে, এর মধ্যে মন্ত্রী নওফেলের ছোট ভাই বোরহানুল হাসান চৌধুরী সালেহীনের নামও রয়েছে বলে চট্টগ্রামের সিভিল সার্জন অফিস সুত্রে জানা গেছে।

উপমন্ত্রীর ভগ্নিপতি ও চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আক্তার চৌধুরী সংবাদ মাধ্যমকে বলেন- ‘সালেহীন বেশ কিছুদিন ঢাকায় অবস্থান করেছিলেন।

গত বৃহস্পতিবার ঢাকা থেকে ফেরার পর তার জ্বর আসে। পরে নমুনা পরীক্ষার জন্য ফৌজদারহাটস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) পাঠালে রোববার রাতে তার রিপোর্ট পজিটিভ এসেছে।

সালেহীন বর্তমানে সুস্থ রয়েছেন। তাকে নগরীর মেয়রগলির  বাসায় আইসোলেশনে রাখা হয়েছে।

Check Also

অসুস্থ শরীরেও ভিডিও কনফারেন্সে মাশরাফী

নিউজ ডেস্ক :  করোনা মোকাবেলায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করে নিজ এলাকাকে সুরক্ষিত রাখতে, আহ্বান জানিয়েছেন …

%d bloggers like this: