Home / শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবিতে নড়াইলে বিক্ষোভ

শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবিতে নড়াইলে বিক্ষোভ

দেশজুড়ে ডেস্ক: জাতীয়করণের দাবিতে নড়াইলে বিক্ষোভ মিছিল করেছেন বেসরকারি স্কুল-কলেজ ও মাদ্রাসার শিক্ষক-কর্মচারীরা।

বিক্ষোভ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে বাংলাদেশ শিক্ষক সমিতি নড়াইল সদর উপজেলার আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।

বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয় থেকে উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়। সেখানে সমাবেশ শেষে স্মারকলিপি প্রদান করা হয়।

এ সময় নড়াইল সদর উপজেলার তিন শতাধিক শিক্ষক-কর্মচারী উপস্থিত ছিলেন। সমাবেশে বিভিন্ন দাবি নিয়ে বক্তব্য দেন  বাংলাদেশ শিক্ষক সমিতি নড়াইল উপজেলা শাখার সভাপতি মো. আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক মো. হায়দার আলী প্রমুখ।

উল্লেখ্য, সম্প্রতি বেসরকারি শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা শব্দটি পরিবর্তন করে অুনদান-সহায়তা শব্দ ব্যবহার করে প্রজ্ঞাপন জারি করা হয়। এতে শিক্ষক সমাজ ক্ষুব্ধ হয়।

Check Also

সৌদি আরবে সপ্তাহে ২০টি ফ্লাইট চালুর সিদ্ধান্ত

নিউজ ডেস্ক : সৌদি আরবে সপ্তাহে ২০ টি করে ফ্লাইট চালুর সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে …

%d bloggers like this: