Home / বিনোদন / বলিউড / শাহরুখ পুত্রের সঙ্গে কে এই রহস্যময়ী?

শাহরুখ পুত্রের সঙ্গে কে এই রহস্যময়ী?

বিনোদন ডেস্ক:  শাহরুখ খানের ছেলে আরিয়ান যেন ডুমুরের ফুল। বলিউড বাদশার ছেলে আরিয়ান মাঝে মাঝে দেশে আসেন। কিন্তু দেশের বাইরে থাকলে তো আর নেটিজেনদের নজরের বাইরে নয়। সম্প্রতি শাহরুখ পুত্রের একটি ছবি ইন্টারনেটে ভাইরাল হয়েছে। আরিয়ান খানের কাছ ঘেঁষে দাঁড়িয়ে আছেন এক তরুণী। দক্ষিণ ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের সামনে ছবিটা তোলা হয়েছে। ইনস্টাগ্রামে শাহরুখ কন্যা সুহানার নামে একটি অ্যাকাউন্টে এই ছবিটা পোস্ট করা হয়েছে। শাহরুখ পুত্র আরিয়ান দক্ষিণ ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে ফিল্ম নিয়ে পড়াশুনো করেন। দেশের সঙ্গে যোগাযোগ নামমাত্র। শুধু বড় বড় অনুষ্ঠান ছাড়া কখনোই তিনি দেশে আসেননা। পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় পাবলিক গ্রুপে নিজের ছবি পোস্টও খুব একটা পছন্দ করেন না।
এমনকি কী তাঁর মা গৌরী খান ছবি পোস্ট করলেও ভয়ে ভয়ে করেন। কয়েকদিন আগে আরিয়ানের একটা ফটোশপ করা ছবিও ভাইরাল হয়েছিল। কিন্তু সে ছবি এই ছবির কাছে এই ছবি কিছুই নয়। বলিউড বাদশা শাহরুখ খানের নামে হাজার হাজার নারীর হৃদয় নেচে ওঠে। শাহরুখ পুত্রের সঙ্গে ছবি তোলা এই মেয়েকে নিয়ে চলছে গুঞ্জন। ১৯ বছরের আরিয়ান খানকে বেশ কিছুদিন আগেই আমেরিকা পড়তে পাঠিয়েছিলেন শাহরুখ ও গৌরী।

Check Also

তামাকের বিরুদ্ধে “সিগারেট”

নাসিফ শুভ: স্লো পয়জন হিসেবে সিগারেট সারা বিশ্বব্যাপী পরিচিত। ধূমপানে একদিকে যেমন নিজের ক্ষতি হয়, …

%d bloggers like this: