আর্ন্তজাতিক ডেস্ক : ভারতে এসেই দেশবাসীর মন জিতেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ও উপদেষ্টা ইভাঙ্কা ট্রাম্প।
তারই সম্মানে আজ গ্র্যান্ড ডিনারের আয়োজন করা হয়েছে।
আর এ ডিনার আয়োজনের দায়িত্ব পড়েছে বলিউড কিং শাহরুখ খানের ওপর।
জানা গেছে, হায়দরাবাদের ফলকনামা প্যালেসেই আয়োজন করা হচ্ছে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের। তার সঙ্গে রয়েছে গ্র্যান্ড ডিনার।
এই অনুষ্ঠানে শাহরুখ ছাড়াও বি-টাউনের একঝাঁক তারকার থাকার কথা রয়েছে।
ইভাঙ্কার জন্য ডিনারে যা যা ছিল
মুরগ পেস্তা কা সালান ,সীতাফল কুলফি ,দহি কে কাবাব ,গোস্ত সিকমপুরি কাবাব ,কুবানি কে মালাই কোফতা ।