Home / বিনোদন / বলিউড / শাহরুখের সঙ্গে কাজ করতে চান ব্রিটিশ পপ তারকা

শাহরুখের সঙ্গে কাজ করতে চান ব্রিটিশ পপ তারকা

বিনোদন ডেস্ক: বলিউড বাদশা শাহরুখ খানের সঙ্গে কাজ করার ইচ্ছার কথা জানালেন ব্রিটিশ পপ তারকা ইড শিরিন৷ সংবাদসংস্থা পিটিআইকে জানান, বলিউড সিনেমার ভক্ত তিনি৷ বেশ কিছু হিন্দি সিনেমাও দেখেছেন৷

ভারতে মিউজিক্যাল ট্যুর করতে এসেছেন ইড শিরিন৷ গতকাল রাতে পারফর্ম করেন তিনি৷ কনসর্টের আগে বলিউড অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে পার্টিও করেন এই পপ তারকা৷ কোরিওগ্রাফার-পরিচালক ফারহা খান ইড শিরিনের জন্য সেই পার্টি দেন৷ পার্টিতে যেন বলিউডের চাঁদের হাট বসেছিল৷ শাহরুখ খান, মালাইকা অরোরা, শাহিদ কাপুর, মীরা কাপুরকে দেখা যায় পার্টিতে৷ পিটিআইকে জানান, ভারতে এসে খুব ভালো লেগেছে৷ এখানকার সংস্কৃতি সম্পূর্ণ আলাদা৷ ভারতীয় মিউজিক, খাবার অতুলনীয়৷ আর এখানকার মানুষও অসাধারণ৷

বলিউড সিনেমা ও গানের উচ্চ প্রশংসা করেন ২৬ বছর বয়সী গ্র্যামি পুরস্কার জয়ী পপ তারকা৷ তিনি বলেন, বেশ কিছু বলিউড সিনেমা দেখেছি৷ হিন্দি গানও শুনি৷ বলিউডে কাজ করতে পারল খুব খুশি হব৷ শাহরুখ খানের সঙ্গে কাজ করতে চাই৷ ইডের সেই ইচ্ছা শাহরুখ পূরণ করেন কিনা এখন সেটাই দেখার৷ প্রসঙ্গত এর আগে শাহরুখের ‘রা ওয়ান’ ছবির জন্য ‘ছম্মক ছল্লো’ গানটি গেয়েছিলেন জনপ্রিয় আমেরিকান পপ তারকা একন৷

Check Also

তামাকের বিরুদ্ধে “সিগারেট”

নাসিফ শুভ: স্লো পয়জন হিসেবে সিগারেট সারা বিশ্বব্যাপী পরিচিত। ধূমপানে একদিকে যেমন নিজের ক্ষতি হয়, …

%d bloggers like this: