Breaking News
Home / জাতীয় / শান্টিং ইঞ্জিন লাইনচ্যুত, বন্ধ রেল চলাচল

শান্টিং ইঞ্জিন লাইনচ্যুত, বন্ধ রেল চলাচল

নিউজ ডেস্ক: ময়মনসিংহ রেলওয়ে জংশন স্টেশনে ট্রেনের ইঞ্জিনকে স্টেশন থেকে লোকোশেডে টেনে নেয়ার কাজে ব্যবহৃত শান্টিং ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। এতে কয়েকটি পথে রেল যোগযোগ বন্ধ হয়ে গেছে। আজ ১৩ অক্টোবর, রবিবার সকাল পৌনে নয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

শান্টিং ইঞ্জিনটি লাইনচ্যুত হওয়ার পর থেকে ময়মনসিংহ থেকে ভৈরব, জারিয়া ও মোহনগঞ্জ রেলপথে বন্ধ হয়ে গেছে ট্রেন চলাচল। এতে করে বিপাকে পড়েছেন এসব গন্তব্যের যাত্রীরা।

ময়মনসিংহ রেলওয়ে স্টেশন সুপার জহিরুল হক এ সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, ময়মনসিংহ রেলওয়ে জংশন স্টেশনের বাঘমারা রেল ক্রসিংয়ের কাছে শান্টিং ইঞ্জিনটি হঠাৎ বিকট শব্দে লাইনচ্যুত হয়। এর ফলে ময়মনসিংহ থেকে ভৈরব, জারিয়া ও মোহনগঞ্জ রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।

তিনি আরো জানান, লাইনচ্যুতের সংবাদ পেয়ে কেওয়াটখালী লোকোসেড থেকে ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছে উদ্ধারকারী রিলিফ ট্রেন।

মেরামত শেষ করে অন্তত দু’ঘণ্টার মধ্যে ওই রেলপথগুলোতে ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

Check Also

ফুটপাতের পুলিশ বক্স গুঁড়িয়ে দিলেন ভ্রাম্যমাণ আদালত

নিউজ ডেস্ক  :  রাজধানীর উত্তর সিটিতে অবৈধ সাইনবোর্ড, বিলবোর্ড উচ্ছেদ করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) …

%d bloggers like this: