Home / বিনোদন / ঢালিউড / শাকিব শুটিং শেষ করেই থাইল্যান্ডের পথে

শাকিব শুটিং শেষ করেই থাইল্যান্ডের পথে

বিনোদন ডেস্ক:  আমি নেতা হবো ছবিটি পরিচালনা করছেন উত্তম আকাশ। ছবির শুটিং প্রসঙ্গে উত্তম আকাশ বলেন, ‘ছবির অন্য অংশের শুটিং শেষ করেছি আগেই, শুধু শাকিব খানের জন্য অপেক্ষায় ছিলাম, একদিনের শুটিং বাকি ছিল শাকিব খানের। তিনি গত সপ্তাহে ঢাকায় ফিরে তিনদিন বিশ্রাম নিয়েছেন, আবার গতকাল রোববার থাইল্যান্ডে গিয়েছেন। এর মধ্যে শনিবার আমরা সারা দিন এফডিসিতে শুটিং করেছি। একটি ফাইট ও কিছু সিকোয়েন্সের শুটিং ছিল, তা শেষ করেছি, এরই মধ্য দিয়ে আমাদের ছবির সিকোয়েন্সের কাজ শেষ করেছি। ’শেষ হলো ‘আমি নেতা হবো’ ছবির সংলাপ অংশের শুটিং। আগামী ১২ তারিখ ছবির গানের শুটিং হবে থাইল্যান্ডে। এদিকে গত শনিবার এফডিসিতে শুটিংয়ে অংশ নেন নায়ক শাকিব খান।  গানের শুটিং নিয়ে উত্তম আকাশ বলেন, ‘আমাদের ছবিতে চারটি গান আছে, এর মধ্যে দুটি গানের শুটিং শেষ করেছি। বাকি আছে আরো দুটি গান। আগামী ১২ তারিখ আমাদের থাইল্যান্ডে যাওয়ার কথা রয়েছে।

Check Also

তামাকের বিরুদ্ধে “সিগারেট”

নাসিফ শুভ: স্লো পয়জন হিসেবে সিগারেট সারা বিশ্বব্যাপী পরিচিত। ধূমপানে একদিকে যেমন নিজের ক্ষতি হয়, …

%d bloggers like this: