Home / জাতীয় / শপথ নিলেন চার মন্ত্রী-প্রতিমন্ত্রী

শপথ নিলেন চার মন্ত্রী-প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক: মন্ত্রিসভায় রদবদল এলো বছরের শুরুতেই। বাড়ল মন্ত্রিসভার পরিধি। পূর্ণমন্ত্রী হিসেবে তিনজন ও প্রতিমন্ত্রী হিসেবে একজন শপথ গ্রহণ করেছেন।

আজ মঙ্গলবার সন্ধ্যায় বঙ্গভবনে তাঁদের শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ, লক্ষ্মীপুরের সংসদ সদস্য এ কে এম শাহজাহান কামাল, তথ্যপ্রযুক্তি (আইটি) বিশেষজ্ঞ মোস্তাফা জব্বার।  প্রতিমন্ত্রী হয়েছেন রাজবাড়ীর সংসদ সদস্য কাজী কেরামত আলী।

টেকনোক্র্যাট কোটায় মন্ত্রিসভায় যুক্ত হলেন তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ মোস্তাফা জব্বার।

Check Also

রাতে জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) …

%d bloggers like this: